Wednesday, June 1, 2016

স্ত্রীকে বাজি ধরে হারলেন স্বামী!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে নিজের স্ত্রীকে নিয়ে বাজি ধরলেন কানপুরের গোবিন্দনগরে এক স্বামী। শেষপর্যন্ত বাজিতে হেরেও যান তিনি।



চলতি আইপিএলের এক ম্যাচে নিজের স্ত্রীকে বাজি রেখে জুয়ার আড্ডায় বসেছিলেন এ ব্যক্তি।

অভিযোগ উঠে, এরপরই জুয়ারি রবীন্দ্র সিং ও তার লোকজন ওই গৃহবধূকে নির্যাতন করতে শুরু করে। পরিস্থিতি জটিল হলে, পুলিশের কাছে অভিযোগ জানান স্বামী।

পুলিশ জানায়, গৃহবধূর স্বামী, শেয়ার বাজারে সমস্ত টাকা খুইয়ে ফেলেন। শেষে আইপিএলএর জুয়ায় নিজের স্ত্রীকেই বাজি রাখেন। অথচ, সেখানেও বাজি হেরে যায় তিনি।

এদিকে এ ঘটনার পর স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন ওই গৃহবধূ। তিনি বলেন, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই নানাভাবে তার ওপর অত্যাচার চালায় স্বামী। এমনকি, বাপের বাড়ি থেকে পাওয়া সব গয়নাও জোর করে তার কাছ থেকে নিয়ে নিয়ে খুড়িয়ে ফেলে স্বামী।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন