Sunday, January 24, 2016

আইপিএলে মুস্তাফিজের দাম ৫৮ লক্ষ টাকা নির্ধারণ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ প্রায় ৭০০ খেলোয়াড়ের ভিত্তি মূল্য নির্ধারণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রকাশিত তালিকায় রয়েছেন বাংলাদেশের দলের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। আর সেখানে তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ভারতের ‘মুস্তাফিজ’ খ্যাত বারিন্দার স্রানেরও মূল্যও ধরা হয়েছে মুস্তাফিজের সমান।

প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে আগামি ২৫ জানুয়ারি ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে বিসিসিআই। আর আগামি ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বেশকিছু ফ্র্যাঞ্চাইজির টার্গেটে রয়েছেন মুস্তাফিজ। যে কারণে নিলামে তার মূল্য বেড়ে যেতে পারে আরও অনেক বেশি।

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। সর্বোচ্চ মুল্যের তালিকায় রয়েছেন যুবরাজ সিং, কেভিন পিটারসন, শেন ওয়াটসন, ইশান্ত শর্মা, মিশেল মার্শ, আশিস নেহরা, দীনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সাঞ্জু স্যামসন ও ধাওয়াল কুলকার্নি।




Share:

বাংলানিউজের থিম সংয়ের মিউজিক ভিডিও প্রকাশ

দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর থিম সংয়ের মিউজিক ভিডিও প্রকাশ হলো। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের ইউটিউব চ্যানেলে এটি এসেছে। দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী কনা ও ইমরান। সুর ও সংগীত পরিচালনায় ইমরান।



ভিডিওটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বললেন, 'বাংলানিউজের বিভিন্ন বিভাগের কর্মীদের দায়িত্ব পালনের মুহূর্ত, প্রকৃতি, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এটি। বাংলানিউজ প্রান্তির জনগোষ্ঠীর কথাও বলে, তাই রাখা হয়েছে তাদের জীবনযাপনের কিছু চিত্র। অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে কৌতূহল আছে অনেকের। এ ভিডিও তাদের কৌতূহল কিছুটা হলেও মেটাবে বলে আমাদের আশা।'

গানটি তৈরি প্রসঙ্গে ইমরান বলেছেন, ‘সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং পরিবেশবান্ধব চিত্র ফুটে উঠেছে এখানে। কাজটা আনন্দ নিয়ে করেছি। বাংলানিউজ আমাকে এ দায়িত্ব দেওয়ায় খুব ভালো লেগেছে। শ্রোতারা পছন্দ করলে খুশি হবো।’

তার সঙ্গে সুর মিলিয়ে কনা বলেন, ‘বাংলানিউজ আমারও ভালো লাগে। এ সংবাদমাধ্যমের থিম সং গাওয়ার প্রস্তাব পেয়ে সানন্দে কাজটা করেছি। সাংবাদিকতাকে মুখ্য করেই সাজানো হয়েছে এই গান আর ভিডিও। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে মনে হচ্ছে।'

এ গানের কথা এমন- ‘স্বপ্ন দেখি, সত্যি লেখি, খবরে-ছবিতে মেলে দেই আকাশ/আমাদের সঙ্গী হোন আপনিও, সংবাদ আর বিনোদনে বারো মাস, বাংলানিউজটোয়েন্টিফোর/সকাল দুপুর রাত থেকে ভোর/আছে জেগে টোয়েন্টিফোর/বাংলানিউজটোয়েন্টিফোর...’। গানটি লিখেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর স্পেশাল করেসপন্ডেন্ট (হেড অব এন্টারটেইনমেন্ট) জনি হক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেনের পরিকল্পনা ও বিনোদন বিভাগের তত্ত্বাবধানে তৈরি হয়েছে গানটি। সম্প্রতি পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঠকদের মধ্যে এই নিউজ পোর্টালের পরিচিতি আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে থিম সংটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
 ভিডিওটি দেখতে ক্লিক করুন

Share:

যুক্তরাষ্ট্রে চাকরি দিবে পিপল এন টেক

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত আইটি প্রশিক্ষণ স্কুল, ঢাকায় ‘পিপল এন টেক’ক্যাম্পাসে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠাটি। প্রতিষ্ঠানটি আইটিতে ১০ হাজার বাংলাদেশিকে প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে চাকরির সুবিধা দিবে।


‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ জানান, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবীরা যাতে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন সেই লক্ষ্য নিয়েই ঢাকায় এই প্রতিষ্ঠানটি কাজ করছে।

ফ্রি স্কলারশিপের এ উদ্যোগের প্রথম ধাপে ৫০ জন প্রার্থীকে বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত করা হবে। তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ, ওরাকল ডিবিএ ও মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য প্রার্থীকে থাকতে হবে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক দক্ষতা (এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং)। আগ্রহীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এক কপি ছবিসহ প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

আবু বকর হানিপ বলেন, ‘ব্রেন ড্রেইন’ নামে এই নিন্দিত শব্দটিকে ‘ব্রেইন এগেইন’ নন্দিত শব্দে রুপান্তরিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আশা করছি, একটি সুন্দর, সুশিক্ষিত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশে-প্রবাসে প্রতিষ্ঠিত অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এগিয়ে আসবেন।

তিনি বলেন, যে সব বাংলাদেশি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক, তারা বাংলাদেশ থেকে পিপল এন টেক পরিচালিত আইটি কোর্সগুলো করে যেতে পারেন। এতে যুক্তরাষ্ট্রে খুব সহজে মর্যাদাপূর্ণ চাকরি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, যাদের কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি এবং আইটি পেশায় তিন-চার বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাও পিপল এন টেক’র সার্বিক সহায়তায় যুক্তরাষ্ট্রে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন।

পিপল এন টেক ঢাকা ক্যাম্পাসে কিউটিপি, সেলেনিয়াম ও পারফরম্যান্স টেস্টিং এর পরবর্তী কোর্স শুরু হবে আগামী ৭ নভেম্বর থেকে।

এছাড়াও, বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় ১৫১/৭ গ্রিন রোডের গুডলাক সেন্টারের সাত তলায় পিপল এন টেক’র অফিসে যোগাযোগ করা যাবে।
Share:

পিপলএনটেক এর ক্যাম্পাসে জব সেমিনার অনুষ্ঠিত


যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার আপার ডারবিতে পিপলএনটেক-এর নতুন ক্যাম্পাস পিপলএনটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’তে জব সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় ৩ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি কমিউনিটির জীবন মান উন্নয়নের বিষয় মাথায় রেখে এ প্রতিষ্ঠানটি খোলেঠে পিপলএনটেক।

পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আবু হানিপ জানান, পিপলএনটেক-এর যাত্রার পর থেকে এ পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ প্রশিক্ষণ নিয়েছেন।

নিউইয়র্ক, ভার্জিনিয়া, নিউজার্সির পর পেনসেলভেনিয়া আপার ডারবিতে নতুন ক্যাম্পাস চালুর বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, মাত্র চার মাসের প্রশিক্ষণ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা উচ্চ বেতনের চাকরি করছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে যারা ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় আছেন, তারা যেন দেশ থেকেই প্রশিক্ষণ নিয়ে এখানে আসেন। এ লক্ষ্যে ঢাকায় পিপলএনটেকের ক্যাম্পাস স্থাপন করা হয়েছে।

আবু হানিপ মনে করেন, প্রশিক্ষিত কর্মী পাঠালে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। গার্মেন্টস শিল্প ও বিদেশে শ্রমিকদের অর্জিত বৈদেশিক মুদ্রার চাইতে আইটি দক্ষ পেশাদাররা আরও বেশি উপার্জন করতে পারেন।

‘প্রতি বছর মোট দুই মিলিয়ন ডলার মূল্যের স্কলারশিপ দিচ্ছে পিপলএনটেক। যোগ্য ব্যক্তিরা এ সুযোগ নিয়ে নিজের জীবনে আম‍ূল পরিবর্তন আনতে পারেন। এছাড়া পিপলএনটেক আগ্রহী গৃহিণীদের জন্য বিনামূল্যে ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামের আওতায় বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।’

এতে কাউন্সিল ম্যান নুরুল হাসান, শেখ সিদ্দিক, কমিউনিটি নেতা আবু আমিন রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলওয়ার ভেলির (বিএডিভি) প্রেসিডেন্ট ড. ইবরুল হাসান চৌধুরী, সাংবাদিক শেখ খুরশান এবং বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি পিএ এবিএম আলতামাস বাবুল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন- পিপলএনটেক থেকে প্রশিক্ষণ নেওয়া গোপাল দাশ, বিপ্লব আচার্য, রফিকুল ইসলাম, শাহরিয়ার চৌধুরী, তারিক আজিজ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে লটারির মাধ্যমে মোহাম্মদ সালাহউদ্দিনকে ৪ হাজার ডলার সমমানের বৃত্তি দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত ভর্তিচ্ছুকদের প্রশিক্ষণ ফি থেকে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়।

Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন