Friday, July 1, 2016

ডাস্টবিনে ফেলে দেয়া নবজাতককে বাঁচালো কুকুর!

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স

ঢাকা:
নবজাতক আবর্জনার স্তূপের মধ্যে পড়ে থেকে কান্না করছিল।সেই কান্না কোন মানুষের মন গলাতে পারেনি। কিন্তু শুনতে অদ্ভুত আর অবিশ্বাস মনে হলেও সত্য। ওই নবজাতকের কান্না শুনেই এগিয়ে যায় রাস্তার এক কুকুর।
ছবি: সংগৃহীত
নিজের অনুভূতিতেই বুঝতে পারে যে বিপদে পড়েছে একটা নতুন প্রাণ। আলতো করে মুখে তুলে নিয়ে কুকুরটি পাশের  বাড়িতে নিয়ে যায় ওই শিশুটিকে। পরে সেখানকার এক বাসিন্দা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, শিশুটি বেঁচে আছে বলে জানায় সেখানকার কর্মরত ডাক্তাররা।

ঘটনাটি সৌদি আরবের কোনো একটি স্থানের। তবে জায়গাটির নাম জানা যায়নি। ঘটনাটির সাক্ষী এক ব্যক্তির ক্যামেরায় তোলা ছবি থেকে তা জানা যায়। সদ্যোজাতকে মৃত্যুমুখ থেকে তুলে এনে প্রাণ ফিরিয়ে দেয়ায় সে এখন এলাকার ‘হিরো’। ইন্টারনেটে ভাইরাল ছবিটিতে সদ্যোজাতকে দেখে সিউড়ে উঠেছেন অনেকে। অনেকেই আবার কুকুরের প্রশংসা করে বলেছেন, ‘কুকুরই মানুষের প্রকৃত বন্ধু।

তথ্য: সংগৃহীত
Share:

মানুষ পরকীয়া সম্পর্কে জড়ায় কেন?

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
শুধু পুরাণ কাহিনী বা সাহিত্যে নয়, পরকীয়া পীরিতির রস বাস্তব জীবনেও কম নেই। যখন থেকে একগামী পারিবারিক সম্পর্কের শুরু, সম্ভবত তখন থেকেই বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কের ইতিহাস খুঁজে পাওয়া যাবে।
ছবি: সংগৃহীত
অনেকে বলেন, দীর্ঘ দিন একই সম্পর্কে বিরক্ত হয়ে মানুষ পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু শুধুই কি তাই? নাকি এর পিছনে আর কোনো কারণ আছে? পরকীয়া নিয়ে মনোবিদদের খুঁজে পাওয়া কিছু কিছু কারণ এখানে তুলে ধরা হলো।

অল্প বয়সে বিয়ে : দেখা গেছে, যাদের ২০ পেরোতে না পোরোতেই বিয়ে হয়ে যায়, তাদের ক্ষেত্রে পরিণত বয়সে গিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকে।

মানিয়ে নিতে না পারা : অনেক সময় দেখা যায় অনেক মানুষই জীবনের ওঠা পড়ার সঙ্গে ঠিক মতো খাপ খাইয়ে উঠতে পারেন না।। আশ্রয় খোঁজেন অন্য কারো কাছে। পরিবারে স্বামী বা স্ত্রী সেই নির্ভরতা দিতে না পারলে, অন্য কোনো নির্ভরযোগ্য জায়গা খোঁজেন অনেকে। ফলে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে।

অপছন্দের বিয়ে : বিয়েতে মনের মিল না হওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বেশি। অনেক সময় বাড়ির চাপে বা কোনো অবাঞ্ছিত পরিস্থিতিতে মানুষ মতের অমতে গিয়ে বিয়ে করতে বাধ্য হন। যার ফল স্বরূপ অনেকেই অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন।

শারীরিক চাহিদা : বিবাহিত সম্পর্কে অনেকেই একটা সময়ের পর শারীরিক সম্পর্কে আকর্ষণ হারিয়ে ফেলেন স্বামী-স্ত্রী। এই একঘেয়েমি কাটাতেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন কেউ কেউ।

সম্পর্কে বদল : সন্তানের বাবা-মা হয়ে যাওয়ার পর অনেক সময়ই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বদল আসে। ফলে দুজনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মানুষ এমন একজনকে চায়, যাকে বন্ধুর মতো পাশে পাওয়া যাবে। ফলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে।

মানসিক অশান্তি : দীর্ঘদিনের স্বামী-স্ত্রীর সম্পর্কে অনেক সময়ই মানসিক দুরত্ব তৈরি হয়। মনের শান্তি খুঁজতে গিয়েও অনেকে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।

ভিন্ন চাহিদা : অনেক সময় দুজনের মধ্যে জীবনের চাহিদাগুলো নিয়ে দ্বিমত দেখা যায়। এটিও কখনও কখনও পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায়।মতবিরোধ- স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু এটাই যখন তীব্র আকার ধারণ করে তখন অনেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।

উচ্ছ্বাসের অভাব : আপনার উল্টোদিকের মানুষটি ম্রিয়মান হলে বা তার জীবন নিস্তরঙ্গ হলে অনেক সময়ই তা অন্য মানুষটির প্রকৃতির সঙ্গে মেলে না। ফলে মানুষ অন্য কারওর মধ্যে সেই উন্মাদনাগুলো খোঁজার চেষ্টা করেন।

ইচ্ছাগুলো না মেলা : অনেক সময়ই ইচ্ছা-অনিচ্ছার মিল না হওয়ায় মানুষ এমন কাউকে খোঁজে যার সঙ্গে তার ইচ্ছাগুলো মিলবে।

অর্থনৈতিক দায়বদ্ধতা : চার দেওয়ালের মধ্যে হাজার রকম অর্থনৈতিক দায়বদ্ধতার মধ্যে হাপিয়ে ওঠে মানুষ। পরকীয়া সম্পর্কে এই দায়িত্বগুলো কম থাকায় অনেকেই এই সম্পর্কে মানসিক শান্তি খুঁজে পান।

উচ্চাকাঙ্খা : অনেক সময় কিছু সুবিধালোভী মানুষ উচ্চপদের জন্য বা অন্য কোনো লালসাতেও এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন।

তথ্য: সংগৃহীত
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন