Wednesday, January 27, 2016

13 shops gutted in Gazipur fire


Prothom-alo24.com Desk: At least 13 shops were gutted in a fire that broke out at kon abari New market area of Gazipur City Corporation early Morning of January 27 (Wednesday).


The fire originated around 3:00am at Konabari New Market .

Officer of Joydenpur fire service station M Hasibur Rahman this reporter that on information, eight firefighting units 3 from Joydebpur fire station, 2 from Kaliakoir, 1 each from Savar EPZ & Tongi fire station.

In the time, at least 13 shops were gutted. However, the extent of loss in the fire is estimated at Tk 50-lakh.

Share:

সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে যে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন এখন থেকেই সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে আগামী ২০২০ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালনের আগেই বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ  অক্লান্ত পরিশ্রম করবে বলে তিনি জানান।

গত ২৪ জানুয়ারী ২০১৬ ঢাকা মহানগর উওর ছাত্রলী আয়োজিত ৬৮ তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন ৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২’র শিক্ষা আন্দোলন ৬৬'র ৬ দফা ৬৯'র গণ অভুথ্যান, ৭১'র মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অপরিসীম ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতা ২০১৪ইং ৫ জানুয়ারি ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে থেকে গণতন্ত্রের বিজয় এনেছিলেন।  ছাত্রলীগের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের শেষ নেই।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উওর ছাত্রলীগ সভাপতি সৈয়দ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, ছাত্রলীগের  সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।


Share:

পুরাতন প্রেম ভুলে যাওয়ার ১০টি উপায়


 

সবার জীবনে প্রেম আসে
 তাই তো সবাই ভালোবাসে।
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে।…..


বিশিষ্ট সংগীত শিল্পী এন্ডু কিশোরের সেই বিখ্যাত গানটির মতোই সবার জীবনেই একবারের জন্য হলেও প্রেম উকি দিয়ে যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেকেই সেই প্রথম প্রেমটি শেষ পর্ন্ত টিকিয়ে রাখতে পারে না বা পরিবারের চাপে প্রথম প্রেমটি ভুলে যেতে হয়।


ভুলে যাওয়ার ১০টি উপায়ঃ
১. আপনার বন্ধু বা পরিচিত কাউকে প্রেম বিষয়ে সাহায্য করবেন না, এতে আপনার পুরোনো  প্রেমের অনুভূতি গুলো জেগে ওঠতে পারে।
২. সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
৩. সর্দা আপনার ভবিষ্যত ক্যারিয়ার গঠনের চিন্তা করুন।
৪. বন্ধুদের সাথে প্রেম বিষয়ক কোন গল্প করবেন না।
৫. সর্দা নতুন কিছু করার চেষ্টা করুন।
৬. ধমীয় কাজে মনোনিবেশ করুন।
৭. পুরাতন প্রেমের স্মৃতিজড়িত সরঞ্জাম বা উপহারগুলো নষ্ট করে ফেলুন অথবা দুরে সরিয়ে রাখুন
৮. আত্মীয়ের স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন। এতে কিছুটা মানসিক প্রশান্তি পাবেন।
৯. অন্যান্য বন্ধুদের সাথে বেশি বেশি সময় কাটান।
১০. খেলা ধুলায় নিজেকে মনোনিবেশ করুন।


Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন