Saturday, June 4, 2016

দুই মাথা নিয়ে অদ্ভূত শিশুর জন্ম!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় বেসরকারি হাসপাতালে অদ্ভূত যমজ সন্তানের জন্ম দিয়েছেন মা শিবরাজ দেবী। যমজ সন্তানের পরিস্থিতি খারাপ হওয়ায় চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার বিকেলে জন্ম নেওয়া এই যমজ সন্তানের একজন ছেলে অন্যজন মেয়ে।

জানা যায়, এক ছেলে এবং এক মেয়ের পর তৃতীয়বার সন্তানসম্ভবা হয়ে খুবই উত্তেজিত ছিলেন ২৪ বছরের শিবরাজ দেবী। একইভাবে তৃতীয়বার বাবা হওয়ার আশায় প্রবল আনন্দে মেতেছিলেন ৩০ বছরের ছোট্টু সিং। অবশেষে বুধবার বিকেলে যমজ সন্তানের জন্ম দিলেন শিবরাজ।

আর তারপরেই দেখা দিল সমস্যা। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল সব আনন্দ। শিবরাজ দেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ যমজ সন্তানের দেহ একটি। যমজ দু’জনের একজন ছেলে ও একজন মেয়ে। তাদের দু’জোড়া হাত থাকলেও পা রয়েছে একজোড়া। দু’জনের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছু অঙ্গও রয়েছে একটি করে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজ কুমার গুপ্তা বলেন, তলপেটের নিচ থেকে তাদের অঙ্গ সব জোড়া রয়েছে। একজনের যৌনাঙ্গ দেখা যাচ্ছে। যাতে বোঝা যাচ্ছে সে মেয়ে। অন্য আরেকজনের যৌনাঙ্গ এখনও দেখা যায়নি। তবে মনে হচ্ছে অপরটি ছেলে। যমজের ক্ষেত্রে সাধারণত উভয়ের লিঙ্গ একই হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আলাদা।

সদ্য জন্মানো এক শরীরের দুই সন্তানের শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে তাদের তিন ঘণ্টা দূরত্বের একটি বড় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হার মানে সেই বড় হাসপাতাল কর্তৃপক্ষও। উপযুক্ত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

নিম্নবিত্ত পরিবারে জন্মানো ওই দুই শিশুর চিকিৎসার খরচ চালানোর মতো অবস্থা নেই কারখানার শ্রমিক ছোট্টু সিংয়ের। সে কারণে সন্তানদের বাড়ি নিয়ে যেতে চাইছেন ছোট্টু-শিবরাজ।

ছোট্টু সিং জানালেন, গর্ভবতী অবস্থায় সবরকম পরীক্ষা এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলেছিল শিবরাজ। একবারের জন্যও বোঝা যায়নি যে শিবরাজের গর্ভে বড় হচ্ছে যমজ সন্তান।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন