Sunday, June 12, 2016

দ্বিতীয় দিনে সারাদেশে ৪৮ জঙ্গিসহ গ্রেফতার দুই হাজার

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
 
ঢাকা: জঙ্গি দমনে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনকে কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্য বলছে পুলিশ।


 
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জঙ্গিসহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ সদর দপ্তর।

রোববার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পর এই সাঁড়াশি অভিযানের ঘোষণা আসে।

তথ্যসূত্র: নতুনসময়.কম

Share:

পতিতা চরিত্রে অভিনেত্রী তিশা!

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স

ঢাকা: 
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় একটি নাম নুসরাত ইমরোজ তিশা। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন। দারুণ অভিনয় দিয়ে সম্প্রতি ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করেছেন বড় পর্দায়ও। অভিনয়ের প্রয়োজনে নিজেকে যেকোন চরিত্রে মেলে ধরেন এ জনপ্রিয় অভিনেত্রী। আর এরই ধারাবাহিকতায় নিজেকে এবার একদম আলাদাভাবে উপস্থাপন করলেন তিনি।

পতিতার বেশে তিশা
আর এবারে ঈদকে সামনে রেখে একেবারে একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘এক রাইতের স্বোয়ামী’ নামের একটি টেলিফিল্মে পতিতার চরিত্রে দেখা যাবে তিশাকে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মহম্মদ মেহেদী হাসান জনি। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের ও উজ্জ্বল চৌধুরী।

এ বিষয়ে তিশা বলেন, ‘টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। দর্শকরা এক ভিন্ন তিশাকে দেখতে পাবেন।’ টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পতিতাদের সম্পর্কে অনেকের জানার আগ্রহ থাকে। এ ধরনের গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’ আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘এক রাইতের স্বোয়ামী’ টেলিফিল্মটি প্রচারিত হবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম



Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন