Tuesday, June 14, 2016

জাতীয় সঙ্গীত গাইবেন সানি লিয়ন

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স

ঢাকা:
সানি লিয়ন আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে এবার তিনি আলোচিত হচ্ছেন গায়িকা হিসেবে। এবং আলোচনার সঙ্গত কারণও রয়েছে। কারণ শোনা যাচ্ছে, তিনি ভারতের জাতীয় সঙ্গীত গাইতে চলেছেন এক নামজাদা ক্রীড়ানুষ্ঠানে।

প্রো কাবাডি নামের কাবাডি প্রতিযোগিতাটি বিগত কয়েক বছর বেশ পরিচিতি লাভ করেছে। এই বছর শুরু হতে চলেছে প্রো কাবাডির সিজন ফোর। সেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত কিছু কর্মীর সূত্রে শোনা গিয়েছে, সানিকে এবার প্রো কাবাডির কোনো একটি ম্যাচের জাতীয় সঙ্গীত গাইতে শোনা যাবে। এবং এই গান গাওয়ার জন্য নাকি কোনো পারিশ্রমিক নেবেন না সানি। কমেডিয়ান কপিল শর্মাকেও নাকি এই প্রতিযোগিতায় জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি এই প্রস্তাবে আগ্রহী হলেও এখনো স্পষ্ট কোনো ধরনের উত্তর দেননি।


তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

ছাগলের গর্ভে মানব শিশুর জন্ম (ভিডিওসহ)

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
 

ঢাকা: অদ্ভুত প্রাণীর জন্ম দিয়েছে একটি ছাগল। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় ফেলদার একটি গ্রামে মানবশিশুর মতো দেখতে এই ছাগশাবকের জন্ম হয়েছে। জন্মের পরই এর মৃত্যু হয়েছে। অনেকে এটিকে গ্রিক পৌরানিক কাহিনীর ছাগল ও মানুষের সংমিশ্রণে জন্ম নেওয়া হরিণশাবক হিসেবে দাবি করেছেন।

ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা মিররের খবরে বলা হয়, ছাগশাবকটির জন্মের পর বিস্মিত খামার মালিক ইব্রাহিম বসির (৬৩) কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। গ্রামবাসী এই ছাগশাবকটির মৃতদেহের জন্য অর্থ দিতে চেয়েছিল। কিন্তু এমন আদল নিয়ে জন্ম নেওয়ার রহস্য উদঘাটনের জন্য তিনি শাবকটিকে ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে ইব্রাহিম স্থানীয়দের বলেন, অদ্ভুত ছাগশাবকটিকে দেখে আমি অবাক হয়ে যাই। এর মুখ, নাক, ছোট ছোট চারটি পা এমনকি দেহের গঠন নরম তুলতুলে একটি মানবশিশুর মতো। এর পুরো শরীর হালকা বাদামি লোমে ঢাকা। দেহের সঙ্গে কোনো নাড়ি সংযুক্ত ছিল না।

ইব্রাহিম আরো জানান, খামারের কর্মচারী জামালউদ্দিন আবদুস সামাদ (৫০) তাকে প্রথমে খবর দেন। তিনি বলেন, জন্মের পর মা ছাগল এটিকে পদদলিত করেছে বলে মনে হচ্ছে।

ছাগলের গর্ভে জন্মানো মানব শিশুর ভিডিওটি  নিচে দেওয়া হলো:


তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন