Thursday, July 14, 2016

এক চামচ চিনিতে ৮০ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদন (ভিডিওসহ)

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:
ঢাকা: চীনের একদল শিক্ষার্থী চিনি থেকে বিদ্যুৎ উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন। বায়ো ইলেকট্রোকেমিক্যালের মাধ্যমে সম্প্রতি ওই শিক্ষার্থীরা এক চামচ চিনি থেকে ৮০ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদন করেন।


শিক্ষার্থীরা ই-কয়েল, শেওয়ানেল্লা এবং বি.; সাবটিলিস ব্যাকটেরিয়া দিয়ে ফুয়েল সেল তৈরি করতে সক্ষম হয়। এ সেল উৎপাদনের মধ্য দিয়ে তারা যে ব্যবস্থা তৈরি করেছে তাতে দীর্ঘস্থায়ী ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়া সম্ভব হয়েছে।

শিক্ষার্থীদের এ উদ্ভাবনে এরই মধ্যে বিকল্প জ্বালানির গবেষকরা কিছুটা নড়েচড়ে বসেছেন। কারণ এর আগে এরকম কোনো প্রকল্প তাদের সামনে হাজির হয়নি। আগে যারাই বিকল্প জ্বালানি নিয়ে কাজ করেছেন তাতে নানামুখী সমস্যা ছিল। ফলে একটি পন্থাও বিশ্বব্যাপী মানুষের মধ্যে সাড়া ফেলতে পারেনি। কিন্তু চীনের শিক্ষার্থীদের উদ্ভাবিত এ পদ্ধতিটি পেছনের সব পদ্ধতির চেয়ে ভিন্ন এবং অধিক কার্যকর।

গবেষকদের মতে, বাতাস, পানি এবং সৌরশক্তির পদ্ধতির চেয়ে চীনের শিক্ষার্থীদের পদ্ধতি অনেক সহজ এবং দীর্ঘস্থায়ী। এটা কোনো পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে না। যে কোনো পরিস্থিতিতেই এ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

সুতরাং আগামীতে বিশালাকার পাওয়ার প্ল্যান্টের কাজে এ পদ্ধতি সহজেই প্রয়োগ করা যাবে বলেও মনে করছেন অনেকে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ গবেষণার কথা প্রকাশ করেছে।

ভিডিওতে দেখুন:



তথ্য: সংগৃহীত


Share:

বরখাস্ত হলেন পরকীয়ায় আসক্ত দুই শিক্ষক!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:

ঢাকা: পরকীয়া প্রেমের কারণে এক শিক্ষক ও শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়ারা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল কবির ও শিক্ষকা আছিয়া খাতুন।

বিবাহবহির্ভূত সম্পর্ক ও ইন্টারনেটে ওই দুই শিক্ষকের আপত্তিকর ছবি প্রকাশ হওয়ার পর দুই বছরের জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুজ্জামান খোকন।

বৃহস্পতিবার তিনি নতুন সময়কে বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক আশরাফুল কবির ও শিক্ষিকা আছিয়া খাতুনকে দুই বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে তেঁতুলিয়া গ্রামের অভিভাবক আব্দুল কাদের, সাইদুল ইসলাম, মফিজুর রহমান, তমল কর্মকার, শিক্ষক হাসানুজ্জামান, বরেয়া গ্রামের সুশান্ত বর্মন, আব্দুল আজিজসহ একাধিক ব্যক্তি বলেন, স্কুলের কম্পিউটার শিক্ষক এক সন্তানের জনক আশরাফুল কবিরের সঙ্গে একই স্কুলের সমাজ-বিজ্ঞান বিভাগের শিক্ষিকা দুই সন্তানের জননী আছিয়া খাতুনের সঙ্গে দীর্ঘদিন পরকীয়া প্রেম চলে আসছিলো।

“শিক্ষিকা আছিয়া খাতুনের স্বামী তারালী আলাউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামায়াত নেতা আরিফ বিল্লাহ একাধিক সহিংস মামলার পলাতক আসামি। এ সুযোগে শিক্ষক আশরাফুল কবিরের সঙ্গে আছিয়া পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আছিয়ার সঙ্গে গোপনে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মেলামেশা করেন আশরাফুল। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা আছিয়ার স্বামী ও স্কুল কর্তৃপক্ষকে জানাই”।
এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে আশরাফুল কবিরের কাছ থেকে নিজেকে সরিয়ে নেন আছিয়া। এতে আছিয়ার প্রতি ক্ষিপ্ত হন আশরাফুল। একপর্যায়ে লম্পট আশরাফুল কবির আছিয়ার সঙ্গে অবৈধ মেলামেশার গোপন মোবাইলে ধারণকৃত ছবি ফেইসবুকের মাধ্যমে ইন্টারনেটে এবং বিভিন্ন মোবাইলের দোকানে ছড়িয়ে দেন।

তবে এলাকাবাসীর এ অভিযোগ অস্বীকার করে আছিয়ার স্বামী আরিফ বিল্লাহ বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমার স্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।

তথ্য: সংগৃহীত

Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন