প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
ঢাকা: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় একটি নাম নুসরাত ইমরোজ তিশা। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন। দারুণ অভিনয় দিয়ে সম্প্রতি ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করেছেন বড় পর্দায়ও। অভিনয়ের প্রয়োজনে নিজেকে যেকোন চরিত্রে মেলে ধরেন এ জনপ্রিয় অভিনেত্রী। আর এরই ধারাবাহিকতায় নিজেকে এবার একদম আলাদাভাবে উপস্থাপন করলেন তিনি।
আর এবারে ঈদকে সামনে রেখে একেবারে একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘এক রাইতের স্বোয়ামী’ নামের একটি টেলিফিল্মে পতিতার চরিত্রে দেখা যাবে তিশাকে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মহম্মদ মেহেদী হাসান জনি। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের ও উজ্জ্বল চৌধুরী।
এ বিষয়ে তিশা বলেন, ‘টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। দর্শকরা এক ভিন্ন তিশাকে দেখতে পাবেন।’ টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পতিতাদের সম্পর্কে অনেকের জানার আগ্রহ থাকে। এ ধরনের গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’ আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘এক রাইতের স্বোয়ামী’ টেলিফিল্মটি প্রচারিত হবে।
তথ্যসূত্র: নতুনসময়.কম
ঢাকা: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় একটি নাম নুসরাত ইমরোজ তিশা। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন। দারুণ অভিনয় দিয়ে সম্প্রতি ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করেছেন বড় পর্দায়ও। অভিনয়ের প্রয়োজনে নিজেকে যেকোন চরিত্রে মেলে ধরেন এ জনপ্রিয় অভিনেত্রী। আর এরই ধারাবাহিকতায় নিজেকে এবার একদম আলাদাভাবে উপস্থাপন করলেন তিনি।
![]() |
পতিতার বেশে তিশা |
এ বিষয়ে তিশা বলেন, ‘টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। দর্শকরা এক ভিন্ন তিশাকে দেখতে পাবেন।’ টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পতিতাদের সম্পর্কে অনেকের জানার আগ্রহ থাকে। এ ধরনের গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’ আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘এক রাইতের স্বোয়ামী’ টেলিফিল্মটি প্রচারিত হবে।
তথ্যসূত্র: নতুনসময়.কম
0 comments:
Post a Comment