Saturday, March 19, 2016

বাংলাদেশী স্পিনার আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ

প্রথম আলো২৪ ডেস্ক:

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হলেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। পরীক্ষার পর তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় টাইগার দলের এই স্পিনারকে অফিসিয়ালি সাময়িক নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে আইসিসি।

একারণে, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামা হবে না আরাফাত সানির। তার পরিবর্তে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা সাকলাইন সজীবের।

টাইগার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বাংলানিউজকে জানান, আইসিসি থেকে এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। সানির ব্যাপারটি শুধু আমরা মৌখিকভাবে শুনতে পেরেছি। তবে, আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপে আর খেলা হবে না সানির। তাকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে আইসিসি।

ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলে বাংলাদেশ। গত ৯ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। শুধু প্রশ্ন তুলেই তারা ক্ষান্ত হননি, বিষয়টি জানান ম্যাচ রেফারিকে আর ম্যাচ রেফারি জানায় আইসিসিকে।

টাইগাররা সে ম্যাচটিতে জয় পেলেও ম্যাচ শেষে জানা যায়, আরাফাত সানি ও টাইগার পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দায়িত্ব পালন করা দুই আম্পায়ার ভারতের সুন্দারাম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। ফলে, দ্রুতই তাদের বোলিং পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

ভারতের চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে যান সানি। বোলিং অ্যাকশন পরীক্ষা শেষ করে চেন্নাই থেকে আবারো ধর্মশালায় ফেরেন টাইগার স্পিনার আরাফাত সানি। এরপর দলের সঙ্গে কলকাতায় যান।

বোলিং অ্যাকশন শুধরে আবারো পরীক্ষা দেয়ার পর অ্যাকশন বৈধ হলেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন সানি। তার আগ পর্যন্ত নিষিদ্ধই থাকবেন এই টাইগার স্পিনার।

এদিকে, তাসকিনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত অফিসিয়ালি না এলেও তাকে ত্রুটিমুক্ত হিসেবে শিগগিরই ঘোষণা করা হতে পারে। চেন্নাইয়ে তাসকিনও বোলিং পরীক্ষা দিয়েছিলেন।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন