মো: মাসুদ রানা (নাঙ্গলকোট, কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাশেম ভূঁইয়া স্মৃতি শটপিচ ক্রিকেট টুনামেন্ট - ২০১৬ আগামী ১৮ মাচ (শুক্রবার) বাসুদাই ক্রিকেট মাঠে উদ্বোধনী ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে।
খেলাটি উদ্বোধন করবেন চট্টগ্রামের অক্সফোড মডান স্কুল এন্ড কলেজের সিইও জয়নাল আবেদীন। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রব মজুমদার এবং সভাপতিত্ব করবেন সাবেক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান ভূঁইয়া।
খেলায় অংশগ্রহন করতে ইচ্ছুক ক্রিকেট ক্লাব গুলোকে ০১৭১৮২৭৮৪৫০, ০১৭২৬৬৪৪৮৯৮ উক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করে আগামী ১৭ মাচ (বৃহস্পতিবার)এর মধ্যে ৩৫১ টাকা এন্টি ফি প্রদান করে তালিকাভূক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
খেলাটি সম্পূণ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবেন একটি ১৪’’ রঙ্গিন টেলিভিশন এবং রানাসআপ দল পাবেন একটি আকষনীয় মোবাইল হ্যান্ডসেট। এছাড়াও প্রত্যেক খেলায় একজন সেরা খেলোয়াড় নিবাচিত করে পুরস্কৃত করা হবে।
খেলাটি উদ্বোধন করবেন চট্টগ্রামের অক্সফোড মডান স্কুল এন্ড কলেজের সিইও জয়নাল আবেদীন। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রব মজুমদার এবং সভাপতিত্ব করবেন সাবেক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান ভূঁইয়া।
খেলায় অংশগ্রহন করতে ইচ্ছুক ক্রিকেট ক্লাব গুলোকে ০১৭১৮২৭৮৪৫০, ০১৭২৬৬৪৪৮৯৮ উক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করে আগামী ১৭ মাচ (বৃহস্পতিবার)এর মধ্যে ৩৫১ টাকা এন্টি ফি প্রদান করে তালিকাভূক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
খেলাটি সম্পূণ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবেন একটি ১৪’’ রঙ্গিন টেলিভিশন এবং রানাসআপ দল পাবেন একটি আকষনীয় মোবাইল হ্যান্ডসেট। এছাড়াও প্রত্যেক খেলায় একজন সেরা খেলোয়াড় নিবাচিত করে পুরস্কৃত করা হবে।