প্রথম আলো টোয়েন্টিফোর.কম
ঢাকা: জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর চেয়েছিলেন, ঐশ্বরিয়া ও রণবীরের মধ্যে একটা গাঢ় চুম্বন। তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। রণবীর কাপুর রাজি। কিন্তু রাজি হলেন না ঐশ্বরিয়া। সাফ জানিয়ে দিলেন, মেয়ে বড় হচ্ছে। পর্দায় আর ওসব করতে পারবেন না।

করণের জোরাজুরিও কাজে আসেনি। অবশেষে চুমুর বদলে একটি দৃশ্যে আপাতত রণবীরের সঙ্গে একটি চকোলেট ভাগ করে খাবেন অ্যাশ। তাও শর্ত, সরাসরি কিছু দেখানো যাবে না। তাতেও বেশ হতাশ করণ। এই ছবিতে বয়সে বড় ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করবেন রণবীর। অন্য চরিত্রে অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খানও রয়েছেন।
তথ্যসূত্র: নতুনসময়.কম
ঢাকা: জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর চেয়েছিলেন, ঐশ্বরিয়া ও রণবীরের মধ্যে একটা গাঢ় চুম্বন। তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। রণবীর কাপুর রাজি। কিন্তু রাজি হলেন না ঐশ্বরিয়া। সাফ জানিয়ে দিলেন, মেয়ে বড় হচ্ছে। পর্দায় আর ওসব করতে পারবেন না।

করণের জোরাজুরিও কাজে আসেনি। অবশেষে চুমুর বদলে একটি দৃশ্যে আপাতত রণবীরের সঙ্গে একটি চকোলেট ভাগ করে খাবেন অ্যাশ। তাও শর্ত, সরাসরি কিছু দেখানো যাবে না। তাতেও বেশ হতাশ করণ। এই ছবিতে বয়সে বড় ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করবেন রণবীর। অন্য চরিত্রে অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খানও রয়েছেন।
তথ্যসূত্র: নতুনসময়.কম