প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: ভারতীয় আনন্দবাজার পত্রিকা সব সময়ই বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে। এবং এখনো দিচ্ছে। সেই পত্রিকাটিই আজকে নিজেদের একটি রিপোর্টে স্বীকার করতে বাধ্য হয়েছে যে, বাংলাদেশে এখন আওয়ামী লীগ যে লুটপাটের রাজ্য কায়েম করেছে তা নজিরবিহীন।
পত্রিকাটি জানাচ্ছে, গত দশ বছরে, যার পুরোটাই প্রায় আওয়ামী আমল, বাংলাদেশ থেকে ক্ষমতাসীনরা পাচার করেছে ৫০ হাজার কোটি টাকা। যদিও প্রকৃত অর্থের পরিমাণ তার বহু গুণ বেশি। তবু আওয়ামী লীগের কট্টর সমর্থক একটি সংবাদমাধ্যমে পক্ষে এতটুকু স্বীকার করা উল্লেখযোগ্য ঘটনা।
আজ শুক্রবার প্রকাশিত আনন্দবাজারের “বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ভোগ করছে ভারত, আমেরিকাও” রিপোটির এ সংক্রান্ত বক্তব্য হচ্ছে--
“দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৪৯ হাজার ১৩ কোটি ডলার। পরিমাণটা কী ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার মতো? টাকাটা কোথায় কীভাবে খরচ হল সেটাও তো দেখা দরকার। সব রফতানিকারক সংস্থাই যে এ কাজ করছে এমন তো নয়। অপরাধীদের জেরা করলেই জানা যাবে কোন দেশে কত টাকা যাচ্ছে। কী কাজে লাগছে। বাংলাদেশের ঊর্ধ্বমুখী অর্থনীতিকে টান মেরে নীচে নামানোর চেয়ে জঘন্য কাজ আর কী হতে পারে। যাদের জেলখানার ভেতরে থাকার কথা, তারা বাইরে ঘুরে বেড়ায় কী করে!
সূত্র: আনন্দবাজার/আমার বাংলাদেশ