প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
ঢাকা: অদ্ভুত প্রাণীর জন্ম দিয়েছে একটি ছাগল। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় ফেলদার একটি গ্রামে মানবশিশুর মতো দেখতে এই ছাগশাবকের জন্ম হয়েছে। জন্মের পরই এর মৃত্যু হয়েছে। অনেকে এটিকে গ্রিক পৌরানিক কাহিনীর ছাগল ও মানুষের সংমিশ্রণে জন্ম নেওয়া হরিণশাবক হিসেবে দাবি করেছেন।

ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা মিররের খবরে বলা হয়, ছাগশাবকটির জন্মের পর বিস্মিত খামার মালিক ইব্রাহিম বসির (৬৩) কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। গ্রামবাসী এই ছাগশাবকটির মৃতদেহের জন্য অর্থ দিতে চেয়েছিল। কিন্তু এমন আদল নিয়ে জন্ম নেওয়ার রহস্য উদঘাটনের জন্য তিনি শাবকটিকে ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে ইব্রাহিম স্থানীয়দের বলেন, অদ্ভুত ছাগশাবকটিকে দেখে আমি অবাক হয়ে যাই। এর মুখ, নাক, ছোট ছোট চারটি পা এমনকি দেহের গঠন নরম তুলতুলে একটি মানবশিশুর মতো। এর পুরো শরীর হালকা বাদামি লোমে ঢাকা। দেহের সঙ্গে কোনো নাড়ি সংযুক্ত ছিল না।
ইব্রাহিম আরো জানান, খামারের কর্মচারী জামালউদ্দিন আবদুস সামাদ (৫০) তাকে প্রথমে খবর দেন। তিনি বলেন, জন্মের পর মা ছাগল এটিকে পদদলিত করেছে বলে মনে হচ্ছে।
তথ্যসূত্র: নতুনসময়.কম
ঢাকা: অদ্ভুত প্রাণীর জন্ম দিয়েছে একটি ছাগল। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় ফেলদার একটি গ্রামে মানবশিশুর মতো দেখতে এই ছাগশাবকের জন্ম হয়েছে। জন্মের পরই এর মৃত্যু হয়েছে। অনেকে এটিকে গ্রিক পৌরানিক কাহিনীর ছাগল ও মানুষের সংমিশ্রণে জন্ম নেওয়া হরিণশাবক হিসেবে দাবি করেছেন।

ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা মিররের খবরে বলা হয়, ছাগশাবকটির জন্মের পর বিস্মিত খামার মালিক ইব্রাহিম বসির (৬৩) কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। গ্রামবাসী এই ছাগশাবকটির মৃতদেহের জন্য অর্থ দিতে চেয়েছিল। কিন্তু এমন আদল নিয়ে জন্ম নেওয়ার রহস্য উদঘাটনের জন্য তিনি শাবকটিকে ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে ইব্রাহিম স্থানীয়দের বলেন, অদ্ভুত ছাগশাবকটিকে দেখে আমি অবাক হয়ে যাই। এর মুখ, নাক, ছোট ছোট চারটি পা এমনকি দেহের গঠন নরম তুলতুলে একটি মানবশিশুর মতো। এর পুরো শরীর হালকা বাদামি লোমে ঢাকা। দেহের সঙ্গে কোনো নাড়ি সংযুক্ত ছিল না।
ইব্রাহিম আরো জানান, খামারের কর্মচারী জামালউদ্দিন আবদুস সামাদ (৫০) তাকে প্রথমে খবর দেন। তিনি বলেন, জন্মের পর মা ছাগল এটিকে পদদলিত করেছে বলে মনে হচ্ছে।
ছাগলের গর্ভে জন্মানো মানব শিশুর ভিডিওটি নিচে দেওয়া হলো:
তথ্যসূত্র: নতুনসময়.কম
0 comments:
Post a Comment