Friday, March 4, 2016

সেক্সটিং বৈধতা দিয়ে আইন পাশ


 প্রথম আলো২৪ ডেক্স:

নিউ ম্যাক্সিকোর সরকার সে দেশের টিনএজারদের মধ্যে নগ্ন ছবি সেক্সটিং চালাচালি করার আইন পাশ করেছে সেক্সটিং এর জন্য তারা আর আইনের মুখোমুখি হতে হবে না নতুন আইনের মাধ্যমে টিনএজারদের সেক্সটিংকে বৈধ বলে ঘোষনা করা হয়েছে শিশু নিপীড়নমূলক ছবি বিষয়ে এই আইনের পরিবর্তন আনা হয়েছে দেশটিতে
দেশটির গভর্নর সুজানা মার্টিনেজ জানান, আইনের এক খসড়া বিলে তিনি স্বাক্ষর করেছেন আইন অনুযায়ী ১৪-১৮ বছর বয়সীরা টিনএজরা একে অন্যের সম্মতিক্রমে সেক্সটিং করতে পারবেন অর্থাৎ প্রাপ্তবয়স্করা যে ছবি আদান-প্রদান করেন তারাও তা করতে পারবেন এজন্য তারা আর 'শিশু পর্ন'-সংক্রান্ত আইনের মুখোমুখি হবেন না

বিষয়ে স্টেট সিনেটর জর্জ মুনোজ জানান, শিশুরা শিশুই তারা ভুল করতেই পারে কিন্তু নগ্ন ছবি আদান-প্রদানের কারণে শিশুদের বড় ধরনের শাস্তি হতে পারে না  তাছাড়া আইন করে এটা বন্ধও করা যাবে না
 
একই বিষয়ে, স্টেট অ্যাটর্নি জেনারেল অভিযোগ তুলে ধরে বলেন, আপত্তিকর ছবি সেক্সটিংয়ের কারণে শিশুদের চরম শাস্তির মুখোমুখি হতে হচ্ছে আধুনিক স্মার্টফোনের যুগে এটি অত্যন্ত স্বাভাবিক বিষয় এজন্য শিশুদের চরম মূল্য দেওয়ার মানে হয় না
 
নিউ ম্যাক্সিকোর আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের পলিসি ডিরেক্টর স্টিভেন রবার্ট অ্যালেন তার মন্তব্যে বলেন, খুব সাধারণ জ্ঞান থেকে বোঝা যায়, সেক্সটিং টিনএজারদের জন্য খুব স্বাভাবিক একটি আচরণ এটি আটকাতে চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা  অযৌক্তিক শিশুদের এসব কর্মকাণ্ড সামলাতে সবার আগে অভিভাবককে এগিয়ে আসতে হবে

যদিও আইনটি পাস হওয়ার আগে ম্যাক্সিকান সিটিতে এই অভিযোগে খুব বেশি টিনএজার সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার হননি এবং খুব কম সংখ্যক বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেন

যে সমস্ত টিনএজার ডজন ডজন ছবি পাঠিয়েছেন, আগের আইন অনুযায়ী অপরাধে তাকে উল্লেখযোগ্য পরিমাণ শাস্তি ভোগ করতে হবে যুগে সঙ্গে তাল মিলিয়ে এটা আইনের ভুল সিদ্ধান্ত বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা তাই এই আইনের পরিবর্তন

সূত্র : এমএসএন

Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন