Sunday, September 18, 2016

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে রাশিয়া

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
রাশিয়ার অর্থনীতির বড় অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আয় বাড়াতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে শিল্পায়নের দিকে ঝুঁকছে দেশটি। অবকাঠামো উন্নয়নে ২০২০ সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে রাশিয়া সরকার।

কিন্তু সে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মত পর্যাপ্ত শ্রমিক নেই রাশিয়ায়। বাড়তি চাহিদা পূরণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেবে দেশটি। এ শ্রমবাজার ধরার প্রাথমিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার এ প্রসঙ্গে বলেন-
‘আমরা প্রাথমিকভাবে রাশিয়ায় শিল্পখাতের জন্য ২০০ কর্মীর চাহিদা পেয়েছি। তাদেরকে আগামী মাসে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

রাশিয়ায় শ্রমিক পাঠাতে আগ্রহী জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন ‘বায়রা’ও। বায়রার সভাপতি বেনজীর আহমেদ রাশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের জন্য ভালো সম্ভাবনা দেখছেন।

‘রাশিয়ায় শ্রমিক চাহিদা অনেক বেশি। আমরা যেমন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং ইতালীতে দক্ষতা দেখিয়ে সুনাম অর্জন করেছি, সেভাবে রাশিয়ায় আমাদের দক্ষতা দেখাতে পারলে বড় একটি শ্রমবাজার হাতে পাবো আমরা।’

অক্টোবরে বাংলাদেশী কর্মীদের প্রথম যে দল রাশিয়ায় যাবে বলে আশা করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, সে দলটি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারলে, রাশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তথ্য: সংগৃহীত

Share:

লাকসামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
কুমিল্লার লাকসাম উপজেলার চিলনিয়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনটি শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল এ তথ্য জানিয়েছেন।

তথ্য: সংগৃহীত
Share:

আফগানিস্তান-ইনল্যান্ডের বিপক্ষে খেলবেন তাসকিন-সানি!

 প্রথম আলো টোয়েন্টিফোর.কম

স্পোর্টস ডেস্ক:
১৪ দিনের মধ্যেই তাসিকন আহেমদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের রেজাল্ট আসার কথা। নির্বাচকরা আশা করছে তাসকিন-সানির ইতিবাচক ফলাফলই আসবে। সেজন্য তাদের দলে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন। 

তিনি বলেন, আফগানদের বিপক্ষে সবগুলো ম্যাচই দিবা-রাত্রির হবে। দুপুর আড়াইটা থেকে ম্যাচ শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা এবার কঠিনই হবে। ভালোভাবে চেকিং হবে। তাছাড়া স্টেডিয়ামের প্যারামিটারে ফিজিক্যাল চেকটা করা হবে।’

উল্লেখ্য, আগামী বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। একই ভেন্যুতে আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ।

তথ্য: সংগৃহীত
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন