Thursday, July 28, 2016

সাদা মনের ‘কালো মানিক’ সিরাজুল আলম

মো: মাসুদ রানা, প্রথম আলো টোয়েন্টিফোর.কম 

নাঙ্গলকোট: কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান জনাব এনকেএম সিরাজুল ইসলাম একজন খ্যাতিমান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। বতমান সরকারের পরিকল্পনামন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামালের (লোটাস কামাল) অত্যন্ত আস্থাভাজন হিসেবে গত ২০১৫ সালের জুন মাসে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

রাজনীতিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের সদস্য হিসেবে ছাত্রজীবনেই তিনি রাজনৈতিক অঙ্গণে পদচারণা শুরু করেন। পরবর্তীতে রাজনীতির পাশাপাশি ১৯৭৯ সালে বটতলী এ. মতিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে মহান পেশায় নিজেকে যুক্ত করেন।


রাজনীতে সিরাজুল আলম বঙ্গবন্ধু হত্যার বিচার, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গনতন্ত্র রক্ষার আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সিরাজুল আলমের অমায়িক ব্যবহার ও নি:অহংকারী হওয়ার কারণে ছাত্র, যুবক, সুধিজন, গুনীজনসহ আওয়ামী ঘরানার বাইরেও অন্যান্য মতাদর্শীদের কাছে তিনি সমানভাবে সমাদৃত। গায়ের রং কালো হলেও মনটা তার একদম সাদা। তাই এলাকায় অনেকেই তাকে ‘কালো মানিক’ বলে ডাকেন। 

বিভিন্ন আন্দোলন সংগ্রামে সিরাজুল আলমের সক্রিয় অংশগ্রহনের কারণে আশির দশকে তাকে দৌলখাঁড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে দেয়া হয়। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের পর তিনি একাধারে দৌলখাঁড় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে নাঙ্গলকোটের এক সময়ের জনপ্রিয় সংসদ সদস্য মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়া তাকে নাঙ্গলকোট থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। উক্ত দায়িত্বের পর তিনি একাধারে থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও যুগ্ম –সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

রাজনীতির পাশাপাশি সিরাজুল আলম সমাজসেবক ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে, তিনি বিভিন্নভাবে এলাকার গরীব-দুঃখী অসহায় মানুষকে পৃষ্ঠপোষকতা করে আসছেন বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বটতলী সমাজ কল্যান সমিতির সভাপতি, বটতলী ইয়ুথ ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান, বটতলী মুজিব সেনা ক্লাবের প্রতিষ্ঠাতা, দৌলখাঁড় অনুসারী ক্লাবের প্রতিষ্ঠাতা, আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার গভনিং বড়ির সভাপতি, কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন। 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়নে স্থানীয় সাংসদ ও সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের (লোটাস কামাল)সহযোগীতায় এলাকায় ব্যাপক উন্নয়ন কর্াকান্ড চালিয়ে যাচ্ছেন। তাই আগামীতেও কালো মানিক খ্যাত সিরাজুল আলমকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার আশা করছেন স্থানীয় লোকজন।
Share:

কল্যাণপুরে নিহত জঙ্গিদের ৮ জনের পরিচয় মিলেছে

প্রথম আলো টোয়েন্টিফোর.কম
 

নিউজ ডেক্স: রাজধানীর কল্যাণপুরে স্টর্ম-২৬ জঙ্গিবিরোধী অভিযানে নিহত নয়জনের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনে তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ওই আট জঙ্গির ফিঙ্গার প্রিন্টের মিল পাওয়া গেছে।


২৭ জুলাই  সন্ধ্যা থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত মোট আট জঙ্গির পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

১. আব্দুল্লাহ, বাবা মো. সোহরাব আলী
মা মোসা. মোসলেমা খাতুন
গ্রাম ভল্লবপুর, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর।
এনআইডি-২৭২০৪৯০০০০৩০
জন্ম তারিখ: ১৫-০১-১৯৯৩।

২. আবু হাকিম নাইম
বাবা নুরুল ইসলাম
মা মোসা. হালিমা
গ্রাম কুয়াকাটা, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী।
এনআইডি-৭৮১১০৩০০০৩৬৯
জন্ম তারিখ: ১৫-০১-১৯৮৩।

৩. তাজ-উল-হক রাশিক
বাবা রবিউল হক
মা জাহানারা বেগম
ওয়ার্ড নং-১৫; বাসা ৭২, রোড ১১/এ, ধানমন্ডি, ঢাকা।
এনআইডি-২৬১৩৫০০০০৩৯৭
জন্ম তারিখ: ০৫-১২-১৯৯১।

৪. মো. মতিয়ার রহমান
বাবা নাসির উদ্দিন সরদার
মা মোসা. খাইরুন্নেসা
গ্রাম ওমরপুর, থানা তালা, জেলা সাতক্ষীরা
এনআইডি-৮৭০১৮১০০০০০৩
জন্ম তারিখ ০১-০১-১৯৯২।

৫. আকিফুজ্জামান খান
বাবা সাইফুজ্জামান খান
মা শাহানাজ নাহার
বাসা ২৫, রোড ১০, গুলশান, ঢাকা।
এনআইডি-২৬১১০৬০০১০০৬
জন্ম তারিখ: ১১-০৯-১৯৯২।

৬. সাজাদ রউফ অর্ক
বাবা তৌহিদ রউফ
ঠিকানা: থানা ভাটারা এলাকা, ডিএমপি, ঢাকা।
পাসপোর্ট নং- ৪৭৬১৪৫৯৯২ (যুক্তরাষ্ট্রের নাগরিক)
এছাড়া বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন তিনি।
এনআইডি-২৬২১৮৬০০০৫৩৬
জন্ম তারিখ: ০৬-০২-১৯৯২।

৭. মো জোবায়ের হোসেন (২০)
বাবা আব্দুল কাইয়ূম; মা আয়েরা বেগম
গ্রাম পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ি
থানা সুধারাম, জেলা নোয়াখালী
এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯
জন্ম তারিখ ০১-০১-১৯৯৬।

৮. মো. রায়হান কবির ওরফে ফারুক (২৮)
বাবা শাহজাহান কবির; গ্রাম পুরশুরা টাঙ্গাইল
উপজেলা পীরগাছা; জেলা রংপুর
পীরগাছা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

এদিকে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ। ২৮ জুলাই রাত দেড়টায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Share:

তথ্য-প্রযুক্তিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ : জয়

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

আইসিটি ডেক্স:
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের মধ্যে আয়ের দিক থেকে তথ্য-প্রযুক্তি খাত তৈরি পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও এ সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ ও বাংলালিংকের যৌথ উদ্যোগে দেশের প্রথম ‘আইটি ইনকিউবেটর’ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আগামীতে বিশ্বে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দেবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাস থেকে বলছি না। আমি জানি বাংলাদেশ আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। এ সময় তিনি আইটি খাতে বিভিন্ন সফলতা ও তরুণদের উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন।’

জয় বলেন, ‘আমি আপনাদের আইডিয়া দেখেছি, আপনাদের কাজ দেখেছি, আমি এখন শুধু আত্মবিশ্বাসীই নই, আমি জানি বাংলাদেশ আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘লক্ষ্য অর্জনে চর্চা করতে হবে, সময় দিতে হবে। কীভাবে প্রযুক্তিকে আরও সহজ করা যায় তার সমাধান খুঁজতে হবে। মেধা ও কল্পনাশক্তিকে কাজে লাগাতে হবে। সরকার তরুণদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আইটিসহ বিভিন্ন সেক্টরে তরুণদের জন্য বিভিন্ন সুযোগ রাখা হয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে।’

তথ্য-প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নতুন নতুন উদ্ভাবন করতে হবে, তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আইটি বিশেষজ্ঞ তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সরকার আইটি ইন্ড্রাস্ট্রিসকে গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকার পলিসি পরিবর্তন করেছে। আমরা সহজে সবার কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, ভিম্পেলকমের সহ-প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিক অস্।

তথ্য: সংগৃহীত
Share:

মেসির জন্যই খেলেন নেইমার!


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

স্পোর্টস ডেক্স : অলিম্পিকে গোটা ব্রাজিল দলের স্বপ্ন যদি নেইমারকে ঘিরে পরিচালিত হয় সেটাকে বরং তিনি ইতিবাচকভাবে নিতে চান। বার্সেলোনার উদাহরণ টেনে খুঁজে নিতে চান এই চাপ থেকে মুক্তির উপায়। বলেন, ‘বার্সেলোনায় দারুণ দারুণ সব খেলোয়াড় আছে, কিন্তু বার্সেলোনায় তো আমরা সবাই মেসির জন্য খেলি।’

২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে একবার দেশের মানুষের প্রত্যাশার চাপ বইতে হয়েছে নেইমারকে। দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে ব্রাজিলের বিশ্বকাপ-যাত্রা থমকে যায়। নেইমার অবশ্য দুঃস্বপ্নের সেই ম্যাচটি চোটের কারণে খেলতে পারেননি।

দুই বছর বাদে আবারো প্রত্যাশার চাপ। এবার অলিম্পিকের আসর। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের অলিম্পিক গৌরব আবার শূন্য, ব্রোঞ্জ আর রুপা জিতলেও সোনা যে জেতা হয়নি। এবার নেইমারকে সেটি এনে দিতেই হবে। অলিম্পিকটাও যে এবার হচ্ছে ব্রাজিলের রিওতে।

ব্যাপারটা রীতিমতো চাপই হয়ে এসেছে নেইমারের দলের জন্য। তবে নেইমার নিজে ব্যাপারটি মোটেও পাত্তা দিতে চান না, ‘দেখুন, জয়টা কিন্তু দারুণ ব্যাপার। চাপ থাকবে। চাপ ফুটবলেরই অংশ। আমি আছি এই চাপ সামলাতে। মাঠে নামার সময় চাপ আপনাকে ঘিরে থাকবেই। এটা খেলারই অংশ।’

চাপ সামলানোর শক্তিটা তিনি তার বার্সেলোনা সতীর্থ মেসির কাছ থেকেই নিতে চান, ‘আমি নিজের সম্পর্কে বলতে পছন্দ করি না। কিন্তু আমি এখানে বার্সেলোনার উদাহরণ টানতে পারি। বার্সায় দারুণ সব খেলোয়াড় আছে। কিন্তু কেউ কি অস্বীকার করবে যে আমরা সেখানে মেসির জন্য খেলি না? অবশ্যই আমরা বার্সেলোনায় মেসির ওপর নির্ভরশীল।

তথ্য: সংগৃহীত
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন