Tuesday, November 8, 2016

সানি লিয়নকে বিয়ে করবেন আমির খান!


বিনোদন ডেস্ক: ব্যাক টু দ্য প্রিভিয়াস ফর্ম। কেআরকে-র ক্ষেত্রে একথা বলাই যায়। কারণ তাঁর এ বারের টার্গেট বলিউডের মিস্টার পারফেরশনিস্ট আমির খান। নয়া টুইটে কেআরকে বলেছেন, আমির নাকি কিরণকে ডিভোর্স করে সানি লিওনকে বিয়ে করবেন। তা দেখে বি-টাউন বলছে, এ ভাবেও প্রচারে থাকা যায়!

কমল আর খান বরাবরই বিতর্কে থাকেন। তাঁর এ বারের দাবি, নির্লজ্জের মতো নাকি সানি লিওনকে প্রোমোট করছেন আমির খান! আর তাঁদের বন্ধুত্ব এতটাই জমে উঠেছে যে কিরণকে ডিভোর্স দিয়ে এ বার সানিকেই বিয়ে করলেও অবাক হওয়ার কিছু নেই। কেআরকে টুইটে লিখেছেন, ‘যেখানে ব্রিটিশ সিনেমা হলে সানির বলিউড ‘বেইমান লভ’ দেখাতে অস্বীকার করেছে, কারণ ও পর্নস্টার। সেখানে আমির দেখা যাচ্ছে সানি লিওনকে প্রোমোট করছে।’

এর আগে একটি সাক্ষাত্কারে সানি লিওনকে তাঁর অতীত পেশা নিয়ে অসম্মানজনক প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, আমির খানের মতো অভিনেতা তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হবেন কিনা? তখন আমির সানির সাপোর্টে এগিয়ে এসেছিলেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, সানির সঙ্গে অভিনয় করতে তাঁর কোনও সমস্যা নেই। এমনকী সানির অতীত নিয়েও তাঁর কোনও মাথাব্যথা নেই। এরপর এ বছর দিওয়ালি পার্টিতেও আমির নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সানিকে। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সেখানে হাজিরও ছিলেন নায়িকা। এ সব দেখেই কেআরকে-র প্রশ্ন এক জন পর্নস্টারের সঙ্গে আমিরের এত বন্ধুত্ব কীসের? আমিরকে ‘বেশরম’ বলতেও ছাড়েননি তিনি। যদিও কেআরকে-র টুইটের জবাবে এখনও মুখ খোলেননি আমির। 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
Share:

বিপিএলে নাসিরের উড়ন্ত অসাধারণ ক্যাচ (ভিডিওসহ)


বিপিএলের উদ্বোধনী দিনের (৮ নভেম্বর) দ্বিতীয় ম্যাচের ষষ্ঠ ওভারের কথা। ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভোর শর্ট ডেলিভারিটি কাট করেছিলেন মুনাবেরা। হয়তো ভেবেছিলেন, বলটি বেশ স্বাচ্ছন্দ্যেই চলে যাচ্ছে বাউন্ডারি সীমানায়। কিন্তু তিনি এটা ভাবেননি যে পয়েন্টে পাখির চোখ করে দাঁড়িয়ে আছেন ঢাকার চৌকস অলরাউন্ডার নাসির হোসেন।

ভিডিওটি দেথতে ক্লিক করুন:











Share:

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাতিল হতে চলেছে ৫০০ ও ১০০০ টাকার নোট। আজ মধ্যরাত থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ও বৃহস্পতিবার ভারতে সব এটিএম ও ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের সময়সীমাও বলে দেওয়া হয়েছে। ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে এই নোট বদল করা যাবে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে। 

এ ছাড়া ৯-১০ নভেম্বরের মধ্যে টাকা তোলার উর্ধ্বসীমা হবে ২০০০। পরে সেই উর্ধ্বসীমা বাড়ানো হবে। বাস, ট্রেন ও বিমানের টিকিট কাটার ক্ষেত্রে পুরনো নোটে ছাড় দেওয়া হবে। ধারণা করা হচ্ছে টাকার কালোবাজারী ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন