প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স: অনেক পুরুষেরই লিঙ্গ আংশিক কিংবা একপাশে বাঁকা গবেষনায় দেখা যায় প্রতি ১ লাখ পুরুষের মধ্যে প্রায় ৪০০ জনের লিঙ্গ বাঁকা থাকে।
পুরুষের ক্ষেত্রে সার্জারি করে লিঙ্গ সোজা করাটা হলো যুক্তিযুক্ত চিকিৎসা। যদিও অনেক চিকিৎসক অপারেশন করার আগে কমপক্ষে এক থেকে দু’বছর পর্যন্ত অপেক্ষা করার জন্য বলেন। অনেকের খৎনা (মোসলমানি) করার সময় একদিকে সামান্য বেশি টেনে বাঁধার কারণে কিছুটা বাঁকা হতে পারে। এ নিয়ে চিন্তার করার কিছু নেই। আপনার যৌন জিবনে এটার কোন প্রভাব পড়বে না।
অপেক্ষার সময়টুকুতেই অনেক রোগীই প্রথমে অন্য চিকিৎসার মাধ্যমে তা মুক্তির চেষ্টা করেন।
এটা করলে পরে অপারেশনের প্রয়োজন হয়।বর্তমানে দুই ধরনের সার্জারি অনকে জনপ্রিয়। একটি হলো নেসবিট পদ্ধতি। পেরোনি’জ ডিজিজে এই অপারেশনটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এ ক্ষেত্রে লিঙ্গ সচরাচর এক থেকে দু’ইঞ্চি ছোট হয়ে যায়। অন্যটি হলো স্কার টিস্যুর জায়গা গ্রাফটেড টিস্যু লাগানো। তবে অনেক ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ পুরুষত্বহীনতা ঘটতে পারে।
ঘরোয়া চিকিৎসায় ট্রাকশন ডিভাইস পেরোনি’জ ডিজিজের আধুনিক চিকিৎসার জন্য বর্তমানে এক ধরনের ট্রাকশন ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইস স্কার টিস্যুর কাঠিন্যকে ঠিক করে দেয় এবং লিঙ্গকে সোজা করে। ট্রাকশন ডিভাইস চিকিৎসা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঘরে বসেই নেয়া যেতে পারে এই চিকিৎসা।
লিঙ্গ সোজা করার দরকার নেই বাঁকা লিঙ্গ দিয়ে সব কাজ করা যায়। লিঙ্গ সোজা করার জন্য আধুনিক কোনো অপারেশন আবিষকার হয়েছে কি না জেনে নিতে পারেন।
হস্তমৌথুনের কারনে আপনার এই সমস্যা হয়েছে এটা মনে করার কোন দরকার নেই। অনেকেই এটা শোনার পর চিন্তিত হয়ে পড়েন এবং মনে করেন এর কারণই লিঙ্গ বাঁকা হয়ে গেছে। এর পরও যদি আপনার সন্দেহ থাকে তা দূর কারার জন্য একজন যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারেন। নিশ্চয়ই আপনার দুঃশ্চিন্তা কমে আসবে।