Thursday, May 26, 2016

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
 
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১ জেলা থেকে ৩ হাজার ৪৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (২৬ মে) অধিদফতরটির মহাপরিচালক মো. আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়।

আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) বা  (www.dpe.gov.bd) লগইন করে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা দিতে হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.mopme.gov.bd ও http://www.dpe.gov.bd/ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Share:

অল্প সময়ে মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে কখনো না কখনো পীড়িত করেছে। আপনার কি মোবাইলে চার্জ কমে এসেছে? এদিকে বেশিক্ষণ মোবাইলটিকে চার্জারে বসিয়ে রাখাও হয়তো সম্ভব নয়। তখন আপনার মনে প্রশ্ন জাগে, কোনো উপায়ে কি খুব তাড়াতাড়ি মোবাইলে চার্জ দেওয়া কি সম্ভব? আসুন, এই প্রশ্নের উত্তর খোঁজা যাক।



অনেকেই বলেন, মোবাইলটি এয়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ হয়ে যায়। কারণ আপনার মোবাইল যখন এয়ারপ্লেন মোডে থাকে তখন আপনার ফোন যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সির আওতার বাইরে থাকে।

কিন্তু এই ধারণা কতটুকু সত্যি? বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট মোডে থাকলে ফোন থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যায় ঠিকই কিন্তু তাতে ফোনের চার্জিং-এ কোনো প্রভাব পড়ে না বললেই চলে। দেখা গেছে, স্বাভাবিক অবস্থায় একটি মোবাইল চার্জ দিতে যতটা সময় লাগে, ফ্লাইট মোডে ফোনটিকে রেখে চার্জ দিলে তার চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগে। কাজেই দ্রুত চার্জিংয়ের এই উপায়টির কোনো কার্যকারিতা নেই।

তাহলে কীভাবে দ্রুত চার্জ দেবেন ফোনে? রইল কয়েকটি পরামর্শ—

১) বাজারে ফাস্ট চার্জার বলে এক ধরনের চার্জার পাওয়া যায়। এগুলোর পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে এগুলোর মাধ্যমে ফোনে তাড়াতাড়ি চার্জ হয়। চার্জিং-এর সময় এই ধরনের একটি চার্জার ব্যবহার করুন।

২) ফোনটিকে ব্যাটারি সেভিং মোডে রেখে চার্জ দিন।

৩) অপ্রয়োজনীয় ফিচারগুলো (যেমন ওয়াই ফাই বা ব্লু টুথ) চার্জিংয়ের সময় বন্ধ রাখুন।

৪) চেষ্টা করুন চার্জিংয়ের সময় মোবাইল ব্যবহার না করতে। মনে রাখবেন, মোবাইলের স্ক্রিনটি যত বেশিক্ষণ অন থাকবে ফোনের ব্যাটারি খরচ তত বাড়বে। তাই কিছুক্ষণ বাদে বাদেই কারণে অকারণে ফোনের স্ক্রিনটি অন করলে চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

পা দিয়ে স্ত্রীর গর্ভপাত

প্রথম আলো টোয়েন্টিফোর.কম  ডেক্স

ঢাকা:
দাবিকৃত যৌতুকের টাকা পরিশোধ না করায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামে এক অন্তঃসত্বা গৃহবধূর ওপর নির্মম নির্যাতন চালায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে তলপেটে আঘাত করে এবং পা দিয়ে পাড়িয়ে গর্ভপাত ঘটায়।

নির্যাতনে গর্ভপাত ও অসুস্থ গৃহবধূর রক্তক্ষরণ হলেও চিকিৎসা না দিয়ে তাকে ঘরের মধ্যে ৭ দিন আটকে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয়রা মূমূর্ষ গৃহবধূকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোগীর অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্বামী ও শ্বশুরকে আসামি করে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিত গৃহবধূ, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলার রামারপোল গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের মেয়ে সেলিনা বেগমের (২৫) সঙ্গে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের মো. দুলাল খানের ছেলে আনোয়ার খানের (৩০) দেড় বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় স্বামী আনোয়ার খানকে বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দিয়ে দেন।

গৃহবধূ সেলিনা বেগম জানান, বিয়ের ৮ মাস অতিবাহিত হওয়ার পরে স্বামী আনোয়ার খান বিদেশ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করলে সে বাবার বাড়ি থেকে তা এনে দেন। স্বামী বিদেশ যাওয়ার পরে গত নভেম্বর মাসে তার শ্বশুর দুলাল খান নতুন করে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। টাকা আনতে অস্বীকার করলে শ্বশুর দুলাল খান তাকে বেদম মারধর করে। বিষয়টি ফোনে স্বামী আনোয়ার খানকে জানিয়ে বাড়িতে আসতে বললে স্বামী গত জানুয়ারি মাসে বাড়িতে ফিরে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি বর্তমানে ৪ মাসের অন্তঃসত্বা। কিছুদিন আগে আমার স্বামী তার বাবার কু-পরামর্শে আমাকে বলেন, তুই যদি বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে না দিস তাহলে তোর গর্ভের সন্তান নষ্ট করে দিব। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে স্বামী ও শ্বশুর মিলে আমাকে বিভিন্ন সময় লাঠিপেটা করে।

সেলিনার বড় বোন লিলি বেগম (৩০) জানান, বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে অস্বীকার করায় গত ১৭ মে স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল খান সেলিনাকে বেদম মারধর করে রড দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে তলপেটে আঘাত করে এবং পা দিয়ে পাড়িয়ে গর্ভপাত ঘটায়। এতে সেলিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিনা চিকিৎসায় ৭ দিন ঘরের মধ্যে আটকে রাখে।

নলচিড়া ইউনিয়ন পরিষদের সদস্য সহিদ খান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে মঙ্গলবার রাতে সেলিনাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মীর মহিউদ্দিন বলেন, প্রচণ্ড রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। এছাড়া আঘাতজনিত কারণে রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। যে কারণে বুধবার তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গৃহবধূর স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল গা ঢাকা দিয়েছেন।

এ ঘটনায় সেলিনা বেগম বাদী হয়ে স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল খানকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন