Sunday, January 10, 2016
মিরাক্কেলে বাংলাদেশী ছেলে আরমানের অসাধারণ জোকস
কাপড় খোলা অভিনয়ের অন্যতম যোগ্যতা: জাকিয়া বারী মম
প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স: ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার এর প্রথমস্থান অর্জনকারী জাকিয়া বারী মম। সুপারস্টার হওয়ার পর থেকেই কাজ করছেন মিডিয়া জগতে। চলচিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন এই উদীয়মান তারকা।
বেশ আক্ষেপর সুরেই বলেছেন এখন ছবিতে কাজ করতে শুধুমাত্র অভিনয় জানলেই হয়না। পাশাপাশি অনেক অনেক গোপন কাজও করতে হয়। কিন্তু আমি আমার কাজকে অনেক শ্রদ্ধা করি তাই আমার দ্বারা ঐ কাজগুলো করা সম্ভব নয়।তিনি বলেন, মিডিয়াতে যে গুজবগুলো রটে সেগুলো এমনি এমনি রটে না, কারন অনেকেই আছেন যারা মিডিয়াতে কাজ করার সুযোগ পাওয়ার জন্য নিজের কাপড় খুলতেও দিধাবোধ করেনা।সে হিসেব করলে আমি সিনেমায় কাজ করার যোগ্যতাই রাখিনা। আমি আমার সততা, আর বিবেক ধংস করে কোন সিনেমায় কাজ করতে পারবো না।
তিনি চলচিত্রে তার শেষ কাজটি করেন “ছুঁয়ে দিলে মন” সিনেমায়। এরপর ভালো কোনো ছবি না পাওয়া পর্যন্ত চলচিত্রে কাজ করবো বলেও জানায় এ গুনী অভিনেত্রী। ২০০৭ সালে “দারুচিনি দ্বীপ” চলচিত্রে অভিনয়ের মাধ্যমে তার পথ চলা শুরু হয়। এ চলচিত্রটিতে অভিনয় করে “জাতীয় চলচিত্র সেরা অভিনেত্রী” পুরস্কারও লাভ করেন।
ছোট শিশুদের চরিত্র গঠনে যেভাবে সাহায্য করবেন।
প্রথমআলোটোয়েন্টিফোর.কম রিপোর্ট: প্রথমে আপনার শিশুকে ভুল স্বীকার করতে শেখান। এটা শখোনোর সবচেয়ে ভালো উপায় হলো তার সামনে আপনার নিজের ভুল স্বীকার। শিশুকে সরি বলতে দিদ্বাবোধ করবেন না। লেখাপড়া, খেলাধুলা বা খাওয়ার পরে নিজের জিনিস গুছয়িে রাখতে শেখানো। কিভাবে হাটতে হবে সেটা শেখানো, যেনো কোনভাবেই মাটিতে পা ঘষে হাঁটতে বারণ করুন। পড়ার সময় পা দোলানো বা নাচানো থেকে বিরত রাখতে নিয়মিত বলা। বড়দের দেখলে সালাম দিয়ে আদবের সহিত কথা বলা। বয়স্ক মানুষকে সাহায্য করতে শেখান। বসার সময় পা জুড়ে বসার অভ্যস করান।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা
আখেরি মোনাজাতের
মধ্য দিয়ে রোববার (১০ ডিসেম্বর) বিশ্ব ইজতেমার শেষ হয়েছে প্রথম পর্ব। আল্লাহর দরবারে
দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। দেশও জাতির মানবতার সমৃদ্ধি ও কল্যাণ
কামনা করেছেন।
আখেরি মোনাজাতে
অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লক্ষ লক্ষ মুসল্লির ঢল নামে। ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা
জনসমুদ্রে পরিণত হয়। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বেলা ১১টা ৮ মিনিটে শুরু
হয় আখেরি মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে।
মোনাজাত
পরিচালনা করেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। তাঁর সঙ্গে লাখো মুসল্লি
দুই হাত তুলে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনি তোলেন। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার
এলাকাজুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে।
মোনাজাতে
অংশ নিতে গতকাল থেকে পাঁয়ে হেঁটে বা অন্য উপায়ে ইজতেমাস্থলে আসেন অনেক মুসল্লি। ভোর
থেকে ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে
অবস্থান নেন।
ইজতেমাস্থলে
পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি মহাসড়ক ও সড়কে অবস্থান নেন। তাঁরা পুরোনো খবরের কাগজ,
সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে মোনাজাতে অংশ নেন।
পার্শ্ববর্তী
এলাকার বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকান ও যানবাহনের ছাদ এবং তুরাগ নদে নৌকায় অবস্থান
নেন মুসল্লিরা।
ইজতেমার
তিন দিনের বয়ান শুনতে মুসল্লিদের বেশির ভাগ শুক্রবার (প্রথম দিন) থেকে তুরাগতীরে সমবেত
হন। যাঁরা শুরু থেকে বয়ান শুনতে পারেননি, তাঁদের মধ্যে অনেকে আখেরি মোনাজাতে অংশ নিতে
নিয়ত করেন।
রাজধানী
ঢাকা ও আশপাশের এলাকার মানুষ ভোররাত থেকেই ইজতেমা মাঠ অভিমুখে যাত্রা শুরু করেন আখেরি
মোনাজাতে অংশ নিতে। নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষ মোনাজাতে অংশ নিতে ইজতেমা
মাঠে আসেন।
AD
Popular Posts
-
Ultrasonography প্রথম আলো টোয়েন্টিফোর.কম আল্ট্রাসনোগ্রামের কথা শুনলেই আমাদের চোখের সামনে মনিটরের পর্দায় গর্ভবতী মায়ের অনাগত ব...
-
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স ঢাকা: এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে কখনো না কখনো পীড়িত করেছে। আপনার কি মোবাইলে চার্জ কমে এসেছে? এদিকে বেশিক্ষণ ম...
-
প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স: অনেক পুরুষেরই লিঙ্গ আংশিক কিংবা একপাশে বাঁকা গবেষনায় দেখা যায় প্রতি ১ লাখ পুরুষের মধ্যে প্রায় ৪০০ জনের ...
-
ক্ষীরমোহনের নাম শুনলেই ভোজন রসিকদের জিভে জল এসে যায়। নামে আর স্বাদে এই উপমহাদেশে বিখ্যাত হলেও এতদিন এই মিষ্টান্নের স্বাদ পেতে মিষ্টিপ্রেম...
-
প্রথম আলো টোয়েন্টিফোর.কম । নিউজ ডেক্স ঢাকা: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানে ‘নব্য জেএমবি’র শীর্ষনেতা তামিম আহমেদ...