Sunday, July 24, 2016

৩০০ টাকা বরাদ্দ হলে ১৫০ টাকা যায় এমপির পকেটে

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক :
দরিদ্রদের জন্য কর্মসূচি ‘টিআর ও কাবিখা’ বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয়ে যায় বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ৩০০ কোটি টাকা বরাদ্দ হলে ১৫০ কোটি টাকা (অর্ধেক) যায় এমপিদের পকেটে। বাকি ১৫০ কোটি টাকার সিংহভাগ যায় চেয়ারম্যান-মেম্বাদের পকেটে। আমরা চোখ বন্ধ করে এ দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে পিকেএসএফ ভবনে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভলপমেন্ট সামিট ২০১৬’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সব এমপিই হয়তো চুরি করেন না। কিন্তু বেশির ভাগ এমপিই এ কাজটি করে থাকেন। এ জন্য উন্নয়ন বাজেটের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দেওয়া উচিত। এতে উন্নয়ন বৈষম্য কমে আসবে।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ সামিট ২০১৬'র আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরে সচিব মনজুরুল ইসলাম ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।
 
তথ্যসূত্র: সংগৃহীত
Share:

গুলশান হত্যাকাণ্ডের মূল হোতার চিহ্নিত: পুলিশ কমিশনার

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার হোতাদের চিহ্নিত করার কথা জানিয়ে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জড়িতদের ধরা এখন সময়ের ব্যাপার।


রোববার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “হলি আর্টিজানের বিষয়টি উদঘাটন করতে পেরেছি। সবাইকে গ্রেপ্তার করা সময়ের ব্যাপার। সে কাজ অব্যাহত রয়েছে।”
গত ১ জুলাই গুলশানে নজিরবিহীন সেই জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। পরদিন সকালে সশস্ত্র বাহিনীর কমান্ডে অভিযানে হামলাকারী ৫ জঙ্গি নিহতসহ ছয়জন নিহত হন। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় ১৩ জনকে।

মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস গুলশান হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশের পুলিশ বলছে, জেএমবি ও সমমনা দেশীয় জঙ্গিদলগুলোই রয়েছে ওই হামলার পেছনে।
ওই ঘটনায় যে মামলা করা হয়েছে তাতে কমান্ডো অভিযানে নিহত ছয়জনকে আসামি করা হয়েছে।

এছাড়া হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ সাউথের উপ-উপাচার্যসহ চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঘটনার ২২ দিন পর রোববার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বলেন, “কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তার সূত্র পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
তদন্তে ‘যথেষ্ট সাফল্য’ পাওয়ার দাবি করে তিনি বলেন, “অচিরেই তাদের আইনের আওতায় আনতে পারব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।”

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Share:

মশা কানের কাছে ঘুরঘুর করার রহস্য

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

নিশ্চয়ই আপনার অনেকবার মনে হয়েছে, কেন মশা বারবার আমাদের কানের কাছেই উড়ে বেড়ায়? তাহলে জেনে নিন, জীববিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে কী বলছেন।

মশা মানবদেহকে চিহ্নিত করে শরীরের উষ্ণতা, আর্দ্রতা আর মানবশরীর থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইডের মাধ্যমে। আমরা কার্বন-ডাই-অক্সাইড নির্গত করি নিঃশ্বাসের সময় নাক ও মুখ দিয়ে। ফলে আমাদের মাথাকে মশারা খুব চট করে চিহ্নিত করতে পারে। সেই কারণেই মশাদের স্বাভাবিক প্রবণতা হলো মাথার আশেপাশে ঘুরঘুর করা। কিন্তু বেছে বেছে কানের কাছেই কেন আসে তারা?

জীববিজ্ঞানীরা জানাচ্ছেন,  কানের প্রতি মশাদের আলাদা কোনো আকর্ষণ নেই। তবে, কানের কাছে যখন কোনো কারণে তারা উড়তে উড়তে চলে আসে তখনই তাদের পাখার পোঁ পোঁ আওয়াজ আমরা শুনতে পাই। শরীরের অন্যান্য অংশের কাছাকাছি যখন তারা ঘোরে তাদের ডানা থেকে একই রকম শব্দ নির্গত হয়, কিন্তু সেই ক্ষীণ আওয়াজ আমরা তখন শুনতে পাই না।
 
তথ্যসূত্র: নতুনসময়.কম



Share:

বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত ৩ ধরনের নারী!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

রাশি মানুষের চরিত্রের অনেক না-বলা কথা বলে দেয়। বিয়ের ক্ষেত্রে পাত্রী বা পাত্রী নির্বাচনের সময় রাশিকে গুরুত্ব দেন বহু মানুষ। সেই `রাশিবিচার`ই বলছে, তিন ধরনের নারী বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত।


ক্যান্সার `ক্যুইন` :
স্বামীর জন্য প্রেমের কোনো ঘাটতি নেই কর্কট নারীর। মন উজাড় করে ভালোবাসে এরা। শুধু তাই নয়, এদের হাতে রান্নার জাদু রয়েছে। স্বামী-সন্তান নিয়ে পরিবারই এদের কাছে সব। তাই এধরনের নারীকে চোখ বুজে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। সারা জীবন সুখে থাকবে। স্বামীর কাছ থেকে এদের দাবি শুধুই সততা ও ভালোবাসা।

`এমপ্রেস` এরিজ : এরিজ বা মেষ রাশির নারীর প্রেমে একবার যে পড়েছে, একমাত্র সে-ই জানে এর মজাটা কোথায়। অত্যন্ত ঋজু ব্যক্তিত্বের মানুষ হন এরা। জীবন ও সম্পর্কের প্রতি এদের দৃষ্টিভঙ্গি খুবই পজেটিভ। এরিজ নারীদের সঙ্গে সম্পর্কে কখনও মরচে পড়ে না। সবসময় একটা বেশ `নতুন নতুন` ব্যাপার থাকে। এরিজ নারীর সাহচর্যে একজন স্বামীর কেরিয়ারে ও সামাজিক উন্নতি নিশ্চিত। এধরনের নারীরা খুবই বাস্তববাদী হন। একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষই এদের প্রথম পছন্দের তালিকায় স্থান পায়।

`রুলার` লিও : লিও বা সিংহ রাশির নারীরা যোদ্ধা। যেকোনো বিপদ থেকে এরা আপনাকে শক্ত হাতে রক্ষা করবে। এদের মানসিক শক্তি অসাধারণ। যে কোনো চ্যালেঞ্জ নিতে এরা পিছপা হন না। এরা কখনো আবেগের জোয়ারে ভাসেন না। কোনো সাধারণ পুরুষ এদের পছন্দের নয়। অসাধারণ ব্যক্তিত্বের জন্যই এরা অন্যদের থেকে আলাদা। স্বামী অন্ত প্রাণ। খুব গভীর সম্পর্কে এরা বিশ্বাস করেন। দায়িত্ববান। সবরকম বিপদ থেকে সত্যিই `সিংহীর মত` স্বামী-সন্তানকে আগলে রাখেন। আঁচও পড়তে দেন না।
 

তথ্যসূত্র: নতুনসময়.কম



Share:

স্বপ্ন ভেঙ্গে গেল মুস্তাফিজের

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

প্রথমবারের মতো ইংল্যান্ডে খেলতে যাওয়া। একদিন যেতে না যেতেই  নতুন কন্ডিশনে মাঠেও নেমে পড়া। মাঠে নেমেই দুর্দান্ত অভিষেকে আবারও সারা বিশ্বে শোরগোল ফেলা দেওয়া, সবই যেন স্বপ্নের মতো হচ্ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু স্বপ্নটা দীর্ঘস্থায়ী হলো না তাঁর। ইনল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় ম্যাচটি ভালো কাটেনি দ্যা ফিজের। তাঁর দলও সাসেক্স৬ উইকেটে হেরেছে সারের কাছে।

১৯তম ওভারে মুস্তাফিজ যখন বল করতে এলেন, জয়ের জন্য প্রতিপক্ষের তখন দরকার মাত্র ৮ রান। ১২ বলে ৮ রানের এই সহজ সমীকরণ মেলাতে ক্রিস মরিসের লাগল মাত্র ২ বল প্রথম বলে ২ রান নিয়ে দ্বিতীয় বলেই ছক্কা হাকিয়ে জয়ের বন্দরে পৌছে যায় সারে। ফলাফল সাসেক্স হেরে গেল ১০ রান বাকি থাকতেই।

আজ প্রথম ওভার থেকেই মুস্তাফিজ ঠিক মুস্তাফিজ মনে হয়নি। এরপর এলেন তাকে বোলিংয়ে আনলেন চতুর্থ ওভারে। প্রথম ৪ বলে ২ রান, আশা জেগেছিল। কিন্তু পরপর দুটি চার মেরে জেসন রয় বুঝিয়ে দিলেন আজ মুস্তাফিজের দিন নয়। দ্বিতীয় ওভারে ৪ দিলেও পরের ওভারে দিলেন ৯ রান। আর শেষ ওভারের কথা বলাই হলো।

সব মিলিয়ে ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন বিশ্বসেরা এই বোলার।
অবশ্য মুস্তাফিজরা লড়ার অস্ত্রও পাননি আজ। ব্যাটসম্যানরা যে মাত্র ১৫৩ রানের পুঁজি দিতে পারল মুস্তাফিজদের। এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে এটা যে কোনো পুঁজিই নয়! এর সাথে শেয় হয়ে গেল সেমিফাইনালে উঠার স্বপ্নও। মুস্তাফিজ আশা করেছিলেন তার দল সেমিফাইনালে উঠেল আরো কয়েকটি ম্যাচ খেলা হবে তার।

Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন