Tuesday, January 19, 2016

অর্ধ নগ্ন হয়ে ৮০০ নারীর বনভোজন!





প্রথমআলোটোয়েন্টিাফোর.কম ডেক্স: অষ্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়ে গেলো খোলা বুকে নারীদের এক ব্যতিক্রমী বনভোজন। এতে ৮০০ নারী যোগ দেন। খোলা বুকে শীতল বাতাসের পরশ লাগাতে ও কেবল পুরুষরাই খোলা বুকে বাইরে যেতে পারবে এমন ধারণাকে বদলে দিতেই এধরনের আয়োজন করা হয়।

গত ১৭ জানুয়ারি ২০১৬ (রোববার) বিকেলে ব্রিসবেনের ওয়েস্ট ইন্ডস ওরলেইগহ পার্কে জো বাকলেই লেননক্স (২২) ও আমান্ডা হাওয়ারথের (২১) উদ্যোগে কোনো অপ্রতিকর ঘটনা ছাড়াই বনভোজনটি এই বনভোজনটি অনুষ্ঠিত হয়েছে।


ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ পেয়ে ৮০০ নারী এই বনভোজনে অংশ নেন এবং আরো ১৬০০ নারী এই ব্যতিক্রমি আয়োজনে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন। অবশ্য এই আয়োজন শেষে ৩৪০০ জন নারীকে পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানের আয়োজকরা।

এবার শুধু নারীরা অংশ গ্রহণ করলেও পরবর্তীতে পুরুষদেরকেও এই আয়োজনে অংশ গ্রহণের জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।

এই আয়োজন সম্পর্কে আমান্ডা হাওয়ার্থ বলেন, জানুয়ারি মাসে অষ্ট্রেলিয়াতে প্রচণ্ড গরম পড়ে। তাই একদিন বাকলেইকে বলি, আমরা নগ্ন বুকে একটি বনভোজনের আয়োজন করবো। আমাদের সহপাঠীরা বনভোজনে এসে বুক নগ্ন করবে। এতে আমরা চমৎকার একটি বিকেল উপভোগ করতে পারবো।

তিনি আরো বলেন, ফেসবুকের মাধ্যমে খুব সামান্য প্রচারণা আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের ফেসবুক পেজটি শুধুমাত্র নারীদের জন্য উন্মুক্ত ছিলো। তবে নিরাপত্তার ব্যাপারে আমরা বেশ চিন্তিত ছিলাম। কারণ ফেসবুকে আমাদের ব্যাপক হুমকি দেওয়া

এই বনভোজনটি সফলভাবে আয়োজন করার পর আমান্ডা বলেন, সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নগ্ন বুকে কিভাবে আন্দোলন করা যায় সেই বিষয়েও আমরা আলোচনা করেছি।

নগ্ন বুকের বনভোজন আয়োজন সম্পর্কে তাদের ফেসবুক পেজে এক হাজার নারী মন্তব্য করেছে। তাদের মধ্যে এক নারী মন্তব্য হলো, বাচ্চারা কী সাংঘাতিক কাণ্ড করেছে তোমরা। এটা খুবই দুঃখের বিষয় যে নারীরা এমন পদ্ধতিতে দৃষ্টি আকর্ষণের প্রযোজন অনুভব করে। তোমরা যদি সমতা চাও তাহলে ছেলে মানুষী বন্ধ করতে হবে। তিনি আরো লিখেছেন, ‘তোমরা পর্নোগ্রাফি প্রচার করছো।

তার এই মন্তব্যের বিপরীতে এক নারীবাদী লিখেছেন, ‘ওহ, মাই গড! শিশুরা স্তন দেখে ভয়ে মারা যাবে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘সমঅধিকারের জন্য শুধু নারীদের সামনে বুক নগ্ন করা, আয়োজকদের কুটিলতা। পুরুষদেরও এতে অংশ গ্রহণের সুযোগ দেওয়া উচিত। শুধু নারীদের সামনে বুক নগ্ন করা কোনো ব্যাপার না।’

পুরুষদের অংশ গ্রহণের দাবির ব্যপারে এক ব্যক্তি লিখেছেন, এই ছোট্ট আয়োজনের অংশগ্রহণকারীরা সবাই নারী; পুরুষরা এতে অংশ গ্রহণ করলে তারা নিরাপদ বোধ করবে না।’

এই মন্তব্যের প্রতিবাদে আরেকজন লিখেছেন, ‘ওখানে পুরুষ নাই কিন্তু নগ্নবুকের নারীদের হেনস্তা করার জন্য বাইরে পুরুষ ঠিকই আছে।’

ছবি দেখে এক ব্যক্তি লিখেছেন, ‘আমি ভায়াগ্রা কিনতে সত্যি আগ্রহী। কারণ, নগ্ন বুকের একজন আমাকে উত্তেজিত করছে।’

ইলকা টোয়েল হোয়েক নামের এক নারী বলেন, ‘সামজিক মাধ্যমের এমন বিরূপ মন্তব্য দেখে আমি সিদ্ধান্ত নিই, যে কোনো উপায়ে এতে অংশ নিতে হবে। আমি যৌন নির্যাতনের শিকার। এমন একটি আয়োজন আমাকে ওই নির্যাতনের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। আমরা খালি গায়ে আরাম অনুভব করেছি। সবাই একসঙ্গে মজা করেছি। আমাদের স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে, কিন্তু পুরুষরা খালি গায়ে চলার স্বাধীনতা স্বাভাবিকভাবেই পেয়ে থাকে।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে আসার পর তারা আমাকে লিচু ও কেক খেতে দেয়। আমাকে স্তনে চিত্র আঁকতে বলে। এখানে অনেক সৃষ্টিশীল মানুষের সমাবেশ হয়েছিলো। সত্যি এটি নিরাপদ ও উৎসব মুখর আয়োজন ছিলো। প্রত্যেক মাসে একবার করে এই আয়োজন করা যায় কিনা তা নিয়ে সবাই আলোচনা করে।’

তবে এ ধরনের বনভোজনের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আয়োজকদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অনেকে। কিন্তু কাউকে গ্রেফতার বা হেনস্তা করা হয়নি।
Share:

মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে সব নাম্বার ও ছবি উদ্ধার করবেন।




প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স:  তথ্য প্রযুক্তির এই যুগে আমরা নিত্য নতুন ব্যান্ডের ও মডেলের মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে আমাদের শখের মোবাইল ফোনটি হারিযে যায় বা চুরি ছিনতাই হয়ে যায়। তাই আজকের আমাদের আলোচনার জন্য দুটি বিষয় নির্ধারণ করেছি। প্রথমত হারিয়ে যাওয়া মোবাইলের নাম্বার কিভাবে ফিরে পাবেন, দ্বিতীয়ত হারিয়ে যাওয়া মোবাইলে তোলা ছবিগুলো কিভাবে ফিরে পাবেন।

মোবাইল কিংবা সিম হারিয়ে গেলে বা নস্ট হলে কিভাবে আপনার পুরাতন নাম্বার গুলো পুনরুদ্ধার করবেন। প্রথমেই আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে বা মেইল স্টোরে একটি জিমেইল এ্যাকাউন্ট সেট করুন, তারপর যখন আপনার মোবাইলে কোন নাম্বার সেভ করবেন তখন সিম কিংবা ফোনের পরিবর্তে জিমেইলে সেভ করুন।


আপনি যদি জিমেইল এ নাম্বার সেভ করেন তাহলে সিম কিংবা মোবাইল হারিয়ে গেলে বা নস্ট হলেও নতুন ফোনে যখন এই জিমেইল এ্যাকাউনটি সেট করবেন তখন আগের নাম্বার গুলো অটোমেটিক ভাবে চলে আসবে।


এবারে আসি দ্বিতীয় বিষয় নিয়ে, মোবাইলে তোলা ছবিগুলো কিভাবে ফিরে পাবেন: আপনার একেকটি ছবি একেকটি পুরাতন সৃতি। অনেকেই এই পুরাতন ছবিগুলো হারিয়ে আফসোস করতে থাকেন। তাই আমোদের এই টিপস টি আশা করি বিফলে যাবে না। আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ড্রফবক্স ডাউনলোড করে নিন। আপনার জিমেইল এ্যাকাউন্টটি দিয়ে  পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন করে নিন। সফলভাবে রেজিস্ট্রেশনের পর আপনি ড্রফবক্সের ভিতরে ছবিগুলো আপনার ফোনের গ্যালারি থেকে আপলোড করুন কোন সময় আপনার মোবাইল নস্ট হলেও খুব সহজেই আপনি ড্রফবক্স থেকে আপনার জিমেইল এ্যাকাউন্ট লগইন করে ছবিগুলো পুরুদ্ধার করতে পারবেন।

সংবাদটি আপনার ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন।
Share:

একসাথে সব মোবাইল সিমের FNF এবং Supper FNF করার নিয়ম।



GP Normal FNF ADD:
Dail *111*2*1* Or Type 017×××××××× and Send To 2888

GP Super FNF ADD:
Type SF 017×××××××× and Send To 2888

BL Normal FNF ADD:
Type Add 019×××××××× and Send To 3300.

BL Super FNF ADD:
Dail *166*7*019××××××××#

Airtel Normal FNF ADD:
Dail *121*4*1* Or Type Add016×××××××× and Send To 7353.

******Note: Don’t Press Space in Your SMS Format********

Teletalk Normal FNF ADD:
 Type Add015×××××××× and Send To 636.

Robi Normal FNF ADD:
 Dail *140*5*2* Or Type A 018×××××××× and Send To 8363.

Robi Super FNF ADD:
Dail *140*5*1* Or Type p 018×××××××× and Send To 8363.


ভালো লাগলে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রেখে দিন।  পরবতীতে প্রয়োজন হতে পারে
Share:

কোথায় গেলে পাবেন মাশরাফিকে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু ক্রিকেটারই নয়, বাংলাদেশের মানুষের স্বপ্নের নায়কও বটে। তাকে নিয়ে ইতিমধ্যে বই লিখে সাড়া জাগিয়েছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যয়। প্রায় ৫০০ পৃষ্ঠার এই বইটির নাম দিয়েছেন ‘মাশরাফি’। গতকাল (১৮ জানুয়ারি ২০১৬)বইটির বর্নাঢ্য উদ্বোধন হলো খুলনার সিটি ইন হোটেলে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশের ব্যাটিং ভরসা তামিম ইকবাল ও জাতীয় দলের কোচ হাথুরুসিংহেসহ জাতীয় দলের সকল ক্রিকেটার এবং কর্মকতারা উপস্থিত ছিলেন ‘মাশরাফি’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে। 
 বইটি বাজারে আসার আগেই বেশ সাড়া ফেলেছে। মাশরাফি ভক্তরা জানতে চান, কোথায় পাওয়া যাবে এই বইটি। ভক্তদের প্রত্যাশার কথা বিবেচনা করে বেশ কয়েকটি মাধ্যমে ‘মাশরাফি’ বইটি বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

‘মাশরাফি’ নামক বইটি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (বিসিএসএ) তাদের প্রথম প্রকাশনা হিসেবে বের করছে। প্রায় পাঁচ’শ পৃষ্ঠার এই বইটি পাওয়া যাবে যে বাংলাদেশের কোনো বইয়ের দোকানে, অনলাইন শপিং মল আজকের ডিলে (ajkerdeal.com), চেইন শপিং মল স্বপ্ন’র প্রতিটি আউটলেটে। এছাড়াও ২১শে বইমেলায় প্রকাশনী সংস্থা ঐতিহ্য’র স্টলে পাওয়া যাবে বইটি।



Share:

দারিদ্রতা দুর করতে যে দোয়াটি বেশি কার্যকর।


আয়াতুল কুরসী

ﺍﻟﻠَّﻪُ ﺎَﻟ َ ﻮُﻫ ﺎَّﻟِﺇ َ ﻪَﻟِﺇ ُّ ﻲَﺤْﻟﺍ ُ ﻡﻮُّﻴَﻘْﻟﺍ

ﺎَﻟ ٌ ﺔَﻨِﺳ ُ ﻩُﺬُﺧْﺄَﺗ

ﺎَﻟَﻭ ُ ﻪَﻟ ٌ ﻡْﻮَﻧ

ﺎَﻣ ﻲِﻓ ِ ﺕﺍَﻭﺎَﻤَّﺴﻟﺍ ﺎَﻣَﻭ ﻲِﻓ ْ ﻦَﻣ ِ ﺽْﺭَﺄْﻟﺍ ﺍَﺫ ﻱِﺬَّﻟﺍ

ﻳَﺸْﻔَﻊُ ُ ﻩَﺪْﻨِﻋ

ﺑِﺈِﺫْﻧِﻪِ ﺎَّﻟِﺇ ُ ﻢَﻠْﻌَﻳ ﺎَﻣ ْ ﻢِﻬﻳِﺪْﻳَﺃ َ ﻦْﻴَﺑ ْ ﻢُﻬَﻔْﻠَﺧ ﺎَﻣَﻭ ﺎَﻟَﻭ

ﻳُﺤِﻴﻄُﻮﻥَ

ﺑِﺸَﻲْﺀٍ ِ ﻪِﻤْﻠِﻋ ْ ﻦِﻣ ﺎَّﻟِﺇ َ ﺀﺎَﺷ ﺎَﻤِﺑ َ ﻊِﺳَﻭ ُ ﻪُّﻴِﺳْﺮُﻛ

ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ

ﻭَﺍﻟْﺄَﺭْﺽَ ﺎَﻟَﻭ ﺎَﻤُﻬُﻈْﻔِﺣ ُ ﻩُﺩﻮُﺌَﻳ َ ﻮُﻫَﻭ ُّ ﻲِﻠَﻌْﻟﺍ

ﺍﻟْﻌَﻈِﻴﻢُ

উচ্চারণঃ আল্লাহু লাইলাহা ইল্লাহুওয়াল হাইয়্যুল ক্বইউম, লাতা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম, লাহু মাফিস্* সামাওয়াতি ওয়ামা ফিল আরয। মানযাল্লাযি ইয়াশ্*ফাউ ইন্*দাহু ইল্লা বিইযনিহ। ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহীতূনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমাশাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরযা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুওয়াল আলিয়্যুল আযীম। (সূরা বাকারঃ ২৫৫)

আয়াতুল কুরসি পড়ার ফজিলতঃ

১. আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০ হাজার ফেরেস্তা চারদিক থেকে তাকে রক্ষা করে।

২. আয়াতুল কুরসি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারেনা।

৩. আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে পাহারা দেন।

৪. ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্য একটি জিনিসেরই দূরত্ব থাকে; তা হলো মৃত্য। এবং মৃত্যু আযাব এতই হালকা হয়; যেন একটি পিপড়ার কামড়ের সমান।

৫. ওজুর পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।

(সহীহ হাদিস)
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন