পুরুষদের মতো যদি কোনো নারীর স্বপ্নদোষ হয় তাহলে সেই নারীর ওপরও কি কোনো কিছু বর্তাবে? অর্থাৎ তারও কি ফরজ গোসল করতে হবে? রাসুল [সা.] বললেন, হ্যাঁ, যদি সে বীর্যের পানি দেখতে পায়, তবে অবশ্যই যেনো সে গোসল করে নেয়। ইমাম আবু ঈসা তিরমিজি [রহ.] বলেন, এই হাদিসটি হাসান সহিহ।বিখ্যাত হাদিসবেত্তা তাবেয়ী ইবনে আবু ওমর (রহ.) হাদিস বর্ণনা করেছেন, হজরত উম্মে সালামা থেকে বর্ণিত আছে যে, উম্মে সুলাইম বিনতে মিলহান একদিন রাসুলের [সা.] কাছে এসে আরজ করলো- হে আল্লাহর রাসুল, আল্লাহ তো সত্যের ব্যাপারে কেনো লজ্জা করেন না।সাধারণভাবে সকল ফকিহ ও ইসলামি আইনজ্ঞের অভিমত হলো, কোনো নারীর যদি পুরুষেদের মতো স্বপ্নদোষ হয় এবং তাতে বীর্যপাত হয়, তাহলে তাকে অবশ্যই গোসল করতে হবে।তিরমিজি, হাদিস-)
(http://www.prothom-alo24.com/2016/01/cia-slams-secret-soldiers-of-benghazi.html
(http://www.prothom-alo24.com/2016/01/cia-slams-secret-soldiers-of-benghazi.html
0 comments:
Post a Comment