ঢাকা: বাণিজ্য মেলায়
মোবাইলে বিকাশ
অ্যাকাউন্ট খুললেই মেলায় প্রবেশের টিকিট
ফ্রি পাওয়া
যাচ্ছে। এছাড়া
গ্রাহকদের জন্য টাকা উত্তোলনের ব্যবস্থাও
করেছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও
ঢাকা আন্তর্জাতিক
বাণিজ্যে মেলায়
ঘুরে এ
চিত্র দেখা
গেছে।

মেলার প্রধান ফটকের
এক ও
দুই নম্বর
গেটের সামনে
গেলেই চোখে
পড়ে ‘বিকাশ
ওয়ালেট খুললে
মেলায় প্রবেশ
টিকিট ফ্রি’
লেখা কাউন্টার।
সেখানে কয়েকজন কর্মীও
নিয়োজিত রয়েছেস,
যারা বেশ
ব্যস্ত সময়
কাটাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, জাতীয়
পরিচপত্র অথবা
ড্রাইভিং লাইসেন্স
কিংবা পাসপোর্টের
মূল ও
ফটোকপি এবং
দুই কপি
পাসপোর্ট সাইজের
ছবি সঙ্গে
থাকলেই বিকাশ
অ্যাকাউন্ট খোলা যায়।
তবে ছবি কাছে
না থাকলেও
কোনো সমস্যা
নেই। ছবি
তোলার ব্যবস্থা
বিকাশ কর্তৃপক্ষ
করেছে।
বিকাশের এমনই সব
আয়োজনে দর্শনার্থীদের
বেশ খুশি
মনে হয়েছে।
আর মেলাতে
স্টল খুলে
বেশ সাড়া
পাওয়ার কথাও
জানালেন সংশ্লিষ্টরা।
দুপুরে বিকাশ
বুথ থেকে
টাকা তুলে
কেনাকাটার উদ্দেশ্যে বিভিন্ন স্টলে ঘুরছিরেন
মহাখালীর আরিফুল
ইসলাম।
জানালেন, মেলায় এসে
একটি পোশাক
পছন্দ হয়ে
গেলো। কাছে
নগদ টাকা
ছিল না,
বিকাশ অ্যাকাউন্টে
ছিল। টাকা
ক্যাশ করে
তা কিনতে
যাচ্ছি।
এদিকে বিকাশ অ্যাকাউন্ট
খুলে মেলায়
ফ্রি প্রবেশ
করতে পারায়
খুবই খুশি
ব্যবসায়ী মনিরুল
ইসলাম।
উল্লসিত এই ব্যবসায়ী
বলেন, অনেকদিন
ধরে একটা
বিকাশ অ্যাকাউন্ট
খুলবো, খুলবো
করছি। কিন্তু
সময় আর
সুযোগের
অভাবে তা খোলা হচ্ছিল না।
আজ সময়
ও সুযোগ
দুটোই হলো।
সঙ্গে মেলায়
প্রবেশের টিকিটও
ফ্রি পেয়েছি।
বিকাশের মুখপাত্র জাহেদুল
ইসলাম বাংলানিউজকে
বলেন, অনেকেই
নগদ টাকা
নিয়ে মেলায়
আসা নিরাপদ
মনে করেন
না। তারা
ইচ্ছে করলেই
বিকাশের মাধ্যমে
মেলা থেকে
টাকা উত্তোলন
করে কেনাকাটা
করতে পারবেন।
আবার দেখা
গেলো হঠাৎ
করে টাকা
দরকার হলো
কাউকে বললো
বিকাশের মাধ্যমে
পাঠিয়ে দিতে,
আর ওই
ব্যক্তি মেলার
বুথ থেকে
তা উত্তোলন
করতে পারবেন।
তিনি জানান, শুধু
নগদ টাকার
লেনদেনই নয়
বিকাশের মাধ্যমে
শপিং মলে
কেনাকাটা, রেস্টুরেন্টে বিল, ট্যাক্সি ক্যাবের
ভাড়া পরিশোধসহ
বিভিন্ন সেবা
দেওয়া হচ্ছে।
বিকাশের মাধ্যমে সবাইকে
সর্ব্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে কাজ
করা হচ্ছে
বলে জানান
এই কর্মকর্তা।
১ জানুয়ারি থেকে
শুরু হওয়া
এ মেলা
চলবে ৩১
তারিখ পর্যন্ত।
0 comments:
Post a Comment