
পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা স্পষ্ট করে উল্লখে করছেনে ‘কুল্লুন নাফসনি জায়্যকিাতুল মাউন’ র্অথ্যাৎ প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর বরন করতে হব। ইসলামকে ব্যাখ্যা অনুযায়ী মুত্যুর পর প্রত্যেক মুসলমানকে গোসল করিয়ে সাদা কাফনরে কাপড় পরিধান করানো হয়। কাপড় পরিধান শষেে জানাজা পড়ে দাফন করা হয়। কিন্তু অনেকেই জানিনা কেনো অন্য রং এর কাপড় না পড়িয়ে।
এ বিষয়ে ইবনে আব্বাস (রা) বর্ণিত হাদিসে পাওয়া যায়, রাসুল (সা) বলেছেন , তোমরা সবসময় সাদা রংয়ের কাপড় পরিধান করো। সবাইকে সাদা রং এর কাপড় পড়তে বলো। মৃত ব্যক্তিকেও সাদা কাপড় পড়িযে দাফন দাও। কনেনা, সাদা কাপড়ই তোমাদের উত্তম পোশাক। (নাসায়ি হাদিস-৫৩২৩) হযরত সামুরা ইবনে জুনদুব (রা) হাদিস মোতাবেক রাসুল (সা) বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। সাদা কাপড় সর্বাধিক পবিত্র উক্তম পোশাক। এবং তা দিয়েই মৃত ব্যক্তিকে কাফন দাও। (মুজামুল কাবীর, হাদিস
সাদা কাফনরে কাপড় পরানো হয়।
0 comments:
Post a Comment