Wednesday, February 3, 2016

কিভাবে জানবেন আপনার ফোনটি আসল না নকল?



প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: আমরা কমবেশি সবাই অনেক নামি দামি কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করে থাকি। নামি দামি ব্যান্ডগুলোর একটা মোবাইল কিনতে মোটামুটি অনেক টাকা প্রয়োজন হয়। কিন্তু আমরা যে মোবাইলটি ক্রয় করছি সেটা আসল না নকল তা অনেকেই বুঝতে পারিনা। তা নি আমাদের সন্দেহ থেকেই যায়। বাজারে প্রচুর পরিমাণ নকল বা মাস্টার কপি বের হচ্ছে তাতে অরজিনাল ফোন কোনটা তা চিনতে সমস্যা হচ্ছে।

কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই ফোনটা

আসল নাকি নকল তা চিহ্নিত করতে পারি। প্রত্যেক ফোনে একটা করে IMEI নাম্বার থাকে। এই নাম্বার দিয়ে আমার ফোনটি যাচাই করতে পারি। IMEI নাম্বার দিয়ে ফোনের যাবতীয় তথ্য বের করা সম্ভব। আপনার মোবাইলের IMEI নাম্বার পেতে প্রথমে *#০৬# চাপুন দেখবেন ১৫ সংখার একটি নাম্বার আসবে। এই নাম্বার দিয়ে ওয়েবসাইটে চেক করুন আপনার সেটটি আসল না নকল।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন