প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:
অনেকটা চুপিসারেই মুক্তি পেল এজে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’। সাইমন সাদিক ও
আলিশা প্রধান অভিনীত এ ছবিটি আগামী সপ্তাহে বড় পরিসরে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
এজে রানা জানিয়েছেন প্রায় ৫০টি হলে আগামী সপ্তাহে মুক্তি পাবে ছবিটি।
চুপিসারে ছবি মুক্তি দেওয়া প্রসঙ্গে
জানতে চাইলে এ জে রানা বলেন, ‘আসলে ছবিটির দর্শক রিপোর্ট দেখার জন্যই আমরা দুয়েকটি
হলে আগেভাগে মুক্তি দিয়েছি। ছবির রিপোর্ট যদি খারাপ হতো তাহলে চবির কিছু দৃশ্য পুনরায়
শুট করতাম। যেহেতু ছবির রিপোর্ট ভালো সেহেতু আগামী সপ্তাহেই বড় পরিসরে ছবিটি মুক্তি
দিব।’
২০১৪ সালে শুটিং শুরু হওয়া এ
ছবিটির চিত্রনাট্য লিখেছেন কমল সরকার। প্রযোজনা
করেছে সূর্য চলচ্চিত্র।
তথ্যসূত্র: প্রিয়.কম
0 comments:
Post a Comment