প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
ঢাকা: নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে স্বপদে বহাল রেখে স্কুল পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তদন্ত রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি একথা জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকদের অপমান বরদাস্ত করা হবে না। এটা জাতির জন্য অপমানজনক।
সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাসচির ফাহিমা খাতুন বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী সম্মেলনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তদন্ত প্রতিবেদন পড়ে শোনান।
শিক্ষামন্ত্রী বলেন, শ্যামল কান্তিকে লাঞ্ছিতের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়ে প্রাথমিক ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে স্বপদে বহাল রেখে স্কুল পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তদন্ত রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি একথা জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকদের অপমান বরদাস্ত করা হবে না। এটা জাতির জন্য অপমানজনক।
সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাসচির ফাহিমা খাতুন বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী সম্মেলনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তদন্ত প্রতিবেদন পড়ে শোনান।
শিক্ষামন্ত্রী বলেন, শ্যামল কান্তিকে লাঞ্ছিতের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়ে প্রাথমিক ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
0 comments:
Post a Comment