প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: ময়মনসিংহের শম্ভুগঞ্জের মুদারপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশুসহ এক নারী ও পাঁচ পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন, অটোরিকশা চালক সাদেকুল (২৮), অটোরিকশার মালিক আশরাফুল (২৯), কাজল (৩৫), শিরিনা (২৫), শিরিনার দুই সন্তান তাহসিন (৭) ও মোফাজ্জল ওরফে তৌহিদ (৪), শিরিনার ভাই উজ্জ্বল (১৮) ও আব্দুল হালিম (২৪)।
নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামে, জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মে) দুপুর ১২টার দিকে মুদারপুরে পৌঁছালে ময়মনসিংহগামী অটোরিকশাটিকে চাপা দেয় নেত্রকোনাগামী ঘাতক ট্রাক।
ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মঈনুল হক।
সূত্র: বাংলানিউজ
0 comments:
Post a Comment