Monday, May 16, 2016

মুস্তাফিজকে সেরা উদিয়মান তারকা বানাতে ভোট দিন।

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ধুমকেতুর মতো আভির্ভূত মুস্তাফিজুর আইপিএলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দ্যুতি ছড়াতে থাকায় তাকে রাখা হয়েছে সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায়। বিশ্ব গণমাধ্যমের সঙ্গে মুস্তাফিজে ‘বুঁদ’ হয়ে আছে আইপিএলের অফিসিয়াল পেজ।

মোস্তাফিজুর রহমান
আইপিএলের নবম আসর মাতানো হাতে গোনা কয়েকজন বিশ্বসেরা ক্রিকেট তারকার মাঝে অন্যতম বাংলাদেশি পেসার মুস্তাফিজ। নবম আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টাইগার এই পেসার। আইপিএলের অফিসিয়াল পেজে নতুন একটি বিভাগ চালু হয়েছে। যেখানে ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়। ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি করা হচ্ছে। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ।

বাংলাদেশের বোলিং পোস্টারবয় খ্যাত মুস্তাফিজুর এই তালিকায় রয়েছেন বেশ দাপটের সঙ্গেই। আইপিএলে উদয়ীমান খেলোয়াড় নির্বাচনের তালিকায় রয়েছেন মোট পাঁচজন বোলার। মুস্তাফিজ ছাড়াও সেখানে জায়গা পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, মুরুগান অশ্বিন, শিভিল কৌশিক ও অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসন।

এ রিপোর্ট লেখা অবধি (১৬ মে, দুপুর ৩টা ৫০ মিনিট) মুস্তাফিজ ৯৪.১ শতাংশ ভোট নিয়ে শীর্ষে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিভিল কৌশিক ২.৫ শতাংশ ভোট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানে থাকা জাসপ্রিত বুমরাহ পেয়েছেন ২.৪ শতাংশ ভোট। আর অজি বোলার কেন রিচার্ডসনের এখন পর্যন্ত সংগ্রহ ০.৬ শতাংশ ভোট। পঞ্চম স্থানে থাকা ভারতের মুরুগান অশ্বিন পেয়েছেন ০.৫ শতাংশ ভোট।

মুস্তাফিজকে উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত করতে আপনারাও ভোট দিতে পারেন। টাইগার এই পেসারকে ভোট দিতে http://www.iplt20.com/polls ঠিকানায় প্রবেশ করুন। বামপাশের উপরের দিকে রয়েছে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) একটি অপশন। যেখানে মুস্তাফিজের নামের পাশে ‘Vote Now’ লেখা রয়েছে। মুস্তাফিজকে ভোট দিতে সেখানে ক্লিক করতে হবে। এরপরই ভোটিংয়ের ফলাফল দেখতে পারবেন আপনিও।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম


Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন