প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
ঢাকা: সানি লিয়ন আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে এবার তিনি আলোচিত হচ্ছেন গায়িকা হিসেবে। এবং আলোচনার সঙ্গত কারণও রয়েছে। কারণ শোনা যাচ্ছে, তিনি ভারতের জাতীয় সঙ্গীত গাইতে চলেছেন এক নামজাদা ক্রীড়ানুষ্ঠানে।

প্রো কাবাডি নামের কাবাডি প্রতিযোগিতাটি বিগত কয়েক বছর বেশ পরিচিতি লাভ করেছে। এই বছর শুরু হতে চলেছে প্রো কাবাডির সিজন ফোর। সেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত কিছু কর্মীর সূত্রে শোনা গিয়েছে, সানিকে এবার প্রো কাবাডির কোনো একটি ম্যাচের জাতীয় সঙ্গীত গাইতে শোনা যাবে। এবং এই গান গাওয়ার জন্য নাকি কোনো পারিশ্রমিক নেবেন না সানি। কমেডিয়ান কপিল শর্মাকেও নাকি এই প্রতিযোগিতায় জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি এই প্রস্তাবে আগ্রহী হলেও এখনো স্পষ্ট কোনো ধরনের উত্তর দেননি।
তথ্যসূত্র: নতুনসময়.কম
ঢাকা: সানি লিয়ন আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে এবার তিনি আলোচিত হচ্ছেন গায়িকা হিসেবে। এবং আলোচনার সঙ্গত কারণও রয়েছে। কারণ শোনা যাচ্ছে, তিনি ভারতের জাতীয় সঙ্গীত গাইতে চলেছেন এক নামজাদা ক্রীড়ানুষ্ঠানে।

প্রো কাবাডি নামের কাবাডি প্রতিযোগিতাটি বিগত কয়েক বছর বেশ পরিচিতি লাভ করেছে। এই বছর শুরু হতে চলেছে প্রো কাবাডির সিজন ফোর। সেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত কিছু কর্মীর সূত্রে শোনা গিয়েছে, সানিকে এবার প্রো কাবাডির কোনো একটি ম্যাচের জাতীয় সঙ্গীত গাইতে শোনা যাবে। এবং এই গান গাওয়ার জন্য নাকি কোনো পারিশ্রমিক নেবেন না সানি। কমেডিয়ান কপিল শর্মাকেও নাকি এই প্রতিযোগিতায় জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি এই প্রস্তাবে আগ্রহী হলেও এখনো স্পষ্ট কোনো ধরনের উত্তর দেননি।
তথ্যসূত্র: নতুনসময়.কম
0 comments:
Post a Comment