Sunday, June 19, 2016

ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স:

ঢাকা: জিম্বাবুয়েতে সফররত ভারত জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত দলের হারের পরদিন রোববার দেশটির সংবাদমাধ্যম ‘নিউ জিম্বাবুয়ে’ এ খবর প্রকাশ করে।


 
জিম্বাবুয়ের এক নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার হারারেতে ওই ক্রিকেটারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। হারারের সহকারী পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা গ্রেফতারের নিশ্চিত করলেও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।

নিউ জিম্বাবুয়ে-এর এক প্রতিবেদনে বলা হয়, হারারের মেইকলেস হোটেলে ঘটেছে এ ঘটনা। ওই নারীর অভিযোগ রক্তাক্ত অবস্থায় এক ভারতীয় ক্রিকেটারের রুমে তার জ্ঞান ফেরে। তিনি ওখানে কীভাবে গেছেন, সেই ধারণাও নেই তার। ওই হোটেলেই বর্তমানে ভারতীয় জাতীয় ক্রিকেট দল রয়েছে।

পুলিশ কর্মকর্তা চ্যারিটি চারাম্বা বলেন, অভিযোগকারী নারী এক ভারতীয়র কথা বলেছে। আইনি বাধার কারণে আমি এ মুহূর্তে জানাতে পারছি না তিনি ভারতীয় খেলোয়াড় না কর্মকর্তা। তবে অভিযুক্তকে শনিবার আদালতে তোলা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, এ ঘটনার তদন্ত শেষ করেছে পুলিশ। আর আদালতেই বিষয়টির সুরাহা হবে। বিষয়টি কূটনৈতিক পর্যায়ে রয়েছে।

তথ্য: সংগৃহীত
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন