Saturday, July 2, 2016

পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে

ঢাকা: ‘আমরা খুব বিপদে আছি। আমাদের বাঁচাও। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।’

এভাবেই গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকা ইঞ্জিনিয়ার হাসনাত করিম ফোনে আকুতি জানান চাচা আনোয়ার করিমের কাছে।


শুক্রবার (২ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় গণমাধ্যমকে একথা জানান তিনি।
শুধু হাসনাত করিমই নন, একইসঙ্গে জিম্মি আছেন তার স্ত্রী ও দুই সন্তানও। ইফতারের পর তারা এ রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।

আনোয়ার করিম বলেন, ও ফোনে বলছিলো আমরা খুব বিপদে আছি। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।

তথ্যসূত্র: বাংলানিউজ
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন