Saturday, August 20, 2016

আওয়ামী লীগও বিশ্বাস করে জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি: খন্দকার মোশাররফ

প্রথম আলো২৪.কম


নিউজ ডেক্স: শহীদ জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি, তা আওয়ামীও বিশ্বাস করে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবলু।

‘বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবি’ শীর্ষক এ সভায় তিনি বলেন, বর্তমান কতৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছাড়ার আর বেশী সময় নেই। ইতিমধ্যে তাদের নিজেদের মধ্যেই শুরু হয়েছে। আওয়ামী লীগের এক সংসদ বলেছেন, শহীদ জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি। একথা বলে তারা প্রমান করেছেন, আওয়ামী লীগও মনে মনে বিশ্বাস করে শহীদ জিয়াই দেশের প্রথম রাষ্ট্রপতি। সুতরাং আওয়ামী লীগের মধ্যেই এমন ঘটনা ঘটবে যে ঘটনায় তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে আনবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে গাজীপুরে দোকানে দোকানে আলোচনা ও রাস্তায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর এই প্রতিবাদি এক সময় গণআন্দোলনে রুপ নেবে। আর এই অত্যাচারি, ফ্যাসিস্ট এবং অনির্বািচত সরকার বেশী দিন টিকে থাকতে পারবে না। কারণ বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে তাদের ‘সরকার’ পতন নিশ্চিত করবে।

বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির নেতা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের হাতে বিরোধী দলকে নির্যাতিত হতেই হয়। আর তাই দেশের বিরোধী মত, জনগণ ও বিরোধী দল আজ কারাগারে বন্দি রয়েছে। কিন্তু এতে বিএনপির নেতাকর্মীদের হতাশ না হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

জঙ্গিবাদ দমন না করে ক্ষমতাসীনরা বিএনপির সাথে ব্লেইম গেম খেলছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে মোশাররফ বলেন, তিনি ‘প্রধানমন্ত্রী’ আমেরিকার যাওয়ার জন্য টিকিট করে রেখেছেন। কারণ বিএনপি নির্বাচনে অংশ নিলেই তিনি ‘ প্রধানমন্ত্রী’ যাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন।

তথ্যসূত্র: আমাদরে সময়
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন