Saturday, August 13, 2016

মেসি ফিরলেন আর্জেন্টিনা দলে


আন্তর্জাতিক ডেস্ক | প্রথম আলো টোয়েন্টিফোর.কম

ঢাকা: কেউ বৃষ্টিতে ভিজে প্ল্যাকার্ড নিয়ে তার যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে থাকলো। কেউ দীর্ঘ আবেগময়ী চিঠি লিখলো। কেউ ইভেন্টের পর ইভেন্ট খুললো। কেউ সভার পর সভা, র্যালির পর র্যালি করলো। কেউ স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিলো। কেউ হ্যাশট্যাগের পর হ্যাশট্যাগ চালু করলো। কর্তা ব্যক্তি বা কিংবদন্তিরা গণমাধ্যমে কথা বলতে থাকলেন। সবারই এক ডাক, ‘ফিরে এসো মেসি!’

এতো ডাক হয়তো আবেগী করে তুলছিল তাকে। কিন্তু লুকোতে চাইছিলেন। তবে সবচেয়ে বেশি যে আবেগ, দেশ এবং দেশের প্রিয় জার্সির প্রতি, সেটা আর লুকোতে পারলেন না। আন্তর্জাতিক টুর্নামেন্টের চার চারটি ফাইনালে গিয়েও শিরোপা হাতছাড়া করার সব অভিমান উড়িয়ে দিয়ে দেশের জার্সিতে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি।

খোদ মেসিই শুক্রবার (১২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে জাতীয় দলের হয়ে ফের খেলতে নামার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ক্রীড়া সংবাদমাধ্যমগুলো বলছে, আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা বার্সেলোনায় উড়ে গিয়ে মেসির সঙ্গে বৈঠক করার পর এমএল১০ এই আলোচিত সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মেসি বলেন, “শেষ ফাইনালটায় হারের পর আমি অনেক কিছু ভেবেছি এবং অবসরের ব্যাপারটা গুরুত্বের সঙ্গেই নিয়েছিলাম। কিন্তু এই দেশ (আর্জেন্টিনা) এবং এই জার্সিকে আমি খুব ভালোবাসি।”

২০১৪ বিশ্বকাপের ফাইনাল, গত বছরের কোপা আমেরিকার ফাইনালের পর গত জুনে শতবার্ষিক কোপা আমেরিকার ফাইনালেও হেরে যাওয়ায় জাতীয় দলকে আকস্মিক বিদায় বলে দেন মেসি। এ নিয়ে প্রায় পুরো ফুটবলবিশ্ব বিস্মিত হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশটির কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলিয়ান গ্রেট পেলে, আরেক কিংবদন্তি রোনালদো এমনকি মেসির এসময়ের বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেন বার্সেলোনার প্রাণভোমরাকে। রাস্তায় নেমে, ইভেন্ট খুলে, চিঠি লিখে কোটি ভক্ত মেসিকে ফিরে আসার আহ্বান জানাতে থাকেন। কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছিলেন না এমএল১০।

এরমধ্যেই ক’দিন আগে আর্জেন্টিনা দলের কোচ হন এদগার্দো বাউজা। কোচ হওয়ার পরপরই দল গোছানোর সঙ্গে সঙ্গে মেসিকে জাতীয় দলে ফেরানোর মিশনে নামেন তিনি। হাতে তার ক্লাবের ম্যাচ বাকি থাকা সত্ত্বেও তিনি যোগাযোগ করতে থাকেন মেসির সঙ্গে। এরপর গত সপ্তাহে বার্সেলোনায় উড়ে গিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) এলএম১০ এর সঙ্গে বৈঠকে বসেন। তার আগে কোচের সামনেই মেসি হুয়ান গাম্পার ট্রফিতে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠ মাতান। তার জোড়া  গোলের সুবাদে ৩-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

বৈঠকে আলোচনার পর দেশে ফিরে বাউজা জানান, তিনি মেসির ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। কিন্তু সে বিষয়টি মেসি জানাবেন বলে তার ওপরই ছেড়ে দেন। অবশ্য, সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ৩টায় (আর্জেন্টাইন সময় শুক্রবার সন্ধ্যা ৬টা) দল ঘোষণার কথা কোচ বাউজার। তার আগে তিনি মেসিকে ফোন করবেন বলেও জানান।

আর ফোন করার আগেই বিবৃতি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার বা ব্যালন ডি’অর খেতাবজয়ী মেসি। সিদ্ধান্ত জেনে গেলেন বাউজা, সুখবর পেয়ে গেলো আর্জেন্টিনাও।

তথ্য: সংগৃহীত



Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন