Saturday, September 24, 2016

শিশুটি কার? বাবা মা’কে খুজে পেতে শেয়ার করুন

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউজ ডেস্ক: মাত্র সাড়ে তিন বছর বয়সী ফুটফুটে চেহারার খালি গায়ের এক শিশু। নাম বলছে নাজনীন। তবে বলতে পারছে না বাসার পূর্ণাঙ্গ ঠিকানা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সিটি কলেজের সামনের তালতলার মোড়ে এক নারী তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময় শিশুটির কানে থাকা স্বর্ণের দুল খুলে নিয়ে যাওয়ায় কাঁদতে থাকে সে। পরে স্থানীয় এক সেলুন মালিক অসীম কুমার শীল শিশুটিকে উদ্ধার করে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটোর জিম্মায় দেন। টিটো খুলনা সদর থানায় খবর দিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আকবরের কাছে হস্তান্তর করেন শিশুটিকে।

অসীম বাংলানিউজকে বলেন, এক নারী শিশুটিকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে কান্নারত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ সময় তাকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা হলেও সে কাঁদতে থাকে।

ফয়েজুল ইসলাম টিটো বাংলানিউজকে বলেন, অনেক আদর করে তার কাছ থেকে জানা যায় তার নাম নাজনীন। বাবার নাম আলাউদ্দিন, মায়ের নাম মনি। তবে বাসা বা বাড়ির কোনো ঠিকানা সে বলতে পারছে না।

কাঁদতে কাঁদতে শিশুটি বলতে থাকে, ‘নানুর দেওয়া কানের দুল নিয়ে গেছে। মা ঘুম থেকে উঠেছে। বাবা ঘুমে। আমাকে তাদের কাছে নিয়ে যান’।

শিশুটির স্বজনরা যোগাযোগ করতে পারবেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ০১৭১৩৩৭৩২৮৫ নম্বরে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন