Tuesday, September 20, 2016

কুতুবদিয়ায় ডুবে যাওয়া যাত্রীবাহি ট্রলার উদ্ধার


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
কক্সবাজারের কুতুবদিয়ার আকবর বলী ঘাটের কাছে ডুবে যাওয়া যাত্রীবাহি ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হয়নি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের আকবর বলী ঘাটে ট্রলারটি ডুবে গিয়েছিল।বিকেল ৪টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বাংলানিউজকে জানান, কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকার আবুল কালাম কালুর মালিকাধীন এমএল উপহার নামের ট্রলারটি যাত্রী এবং মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সকালে রওনা দিয়েছিল। উত্তর ধুরুংয়ের একটি ঘাটে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আকবর বলী ঘটে যাওয়ার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দেয়া তথ্যমতে ওখানে আর কোন যাত্রী নেই। ফলে কেউ নিখোঁজও ছিল না।

কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ সুচিং অং বাংলানিউজকে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ট্রলারটির উদ্ধার কাজ শুরু হয়। যা বিকেল ৪টার দিকে উদ্ধার করা সম্ভব হয়।


Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন