প্রথম আলো টোয়েন্টিফোর.কম
লাইফস্টাইল ডেস্ক: প্রাচীনকাল থেকেই বিয়েতে লাল শাড়ির ব্যবহার চলছে৷ আধুনিক বিজ্ঞান মতে, রঙ মানুষের মনকে প্রভাবিত করতে পারে৷ যেমন কোনও হাল্কা বা সাদা রঙ মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে৷ ঠিক তেমনই কৃষ্ণচূড়ার লাল রঙ প্রেমিক প্রেমিকার মনকে রাঙিয়ে তুলতে সক্ষম৷ আবার কালো রঙ নির্বাক শোক ও প্রতিবাদের ভাষা হিসেবেই ধরা হয়৷
লাইফস্টাইল ডেস্ক: প্রাচীনকাল থেকেই বিয়েতে লাল শাড়ির ব্যবহার চলছে৷ আধুনিক বিজ্ঞান মতে, রঙ মানুষের মনকে প্রভাবিত করতে পারে৷ যেমন কোনও হাল্কা বা সাদা রঙ মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে৷ ঠিক তেমনই কৃষ্ণচূড়ার লাল রঙ প্রেমিক প্রেমিকার মনকে রাঙিয়ে তুলতে সক্ষম৷ আবার কালো রঙ নির্বাক শোক ও প্রতিবাদের ভাষা হিসেবেই ধরা হয়৷
সেক্ষেত্রে বিয়ের দিনে লাল বেনারসী পরিহিতা নববধূকে দেখে যেমন মোহময়ী লাগে তেমনই বরের চোখও ঘনিয়ে আসে ভালবাসার নেশায়৷ তখনই বুকের মধ্য জ্বলে ওঠে প্রেমের আগুন এবং উথলে ওঠে আবেগ৷ অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালবাসার মূর্ত প্রতীক হয়ে ওঠে৷ ওই রঙ যেন যৌবনের দূত৷
তথ্য: সংগৃহীত
0 comments:
Post a Comment