Saturday, October 29, 2016

A দিয়ে শুরু নামের ব্যক্তিরা কেমন হয়?

নিউজ ডেস্ক: জ্যোতিষীরা মানুষের হাত দেখে অতীত, বর্তমান ও ভবিষ্যত বলে দেয়। তবে মানুষের নামের প্রথম অক্ষর দেখে জানা যায় সেই মানুষটির আচার-আচরণসহ অনেক কিছুই। চলুন জেনে নেওয়া যাক, যাঁদের নাম ইংরেজী বর্ণমালার প্রথম লেটারটি দিয়ে শুরু, তাঁরা কেমন মানুষ?

১) A বোঝায় চরিত্রের দৃঢ়তা। নিজের বিচার বুদ্ধির উপর এঁরা বরাবর ভরসা করেন।

২) A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা সাহসী হন।

৩) যে কোনও কাজে এঁদের প্রচণ্ড উদ্যোগ লক্ষ্য করা যায়। এঁরা উদ্যমী চরিত্রের।

৪) জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন।

৫) এঁরা সহজে কারুর উপর নির্ভরশীল হন না, নির্ভরশীল হতে পছন্দ করেন না।

তবে, A দিয়ে যাঁদের নাম শুরু, তাঁদের সবই তাই বলে ভালো নয়!

১) নামে যদি একের বেশি A থাকে, সেক্ষেত্রে স্বার্থপরতা লক্ষ্য করা যায়।

২) ওরে বাব্বা! এঁরা নাকি সন্দেহবাতিক হন। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড A দিয়ে হলে কিন্তু সাবধান।

৩) এঁরা একটু জেদী, একগুঁয়ে ও একবগ্গা প্রকৃতির হন। (সূত্র: ইন্টারনেট)
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন