বিপিএলের উদ্বোধনী দিনের (৮ নভেম্বর) দ্বিতীয় ম্যাচের ষষ্ঠ ওভারের কথা। ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভোর শর্ট ডেলিভারিটি কাট করেছিলেন মুনাবেরা। হয়তো ভেবেছিলেন, বলটি বেশ স্বাচ্ছন্দ্যেই চলে যাচ্ছে বাউন্ডারি সীমানায়। কিন্তু তিনি এটা ভাবেননি যে পয়েন্টে পাখির চোখ করে দাঁড়িয়ে আছেন ঢাকার চৌকস অলরাউন্ডার নাসির হোসেন।
ভিডিওটি দেথতে ক্লিক করুন:
0 comments:
Post a Comment