Monday, November 20, 2017

১০০ শিশুর চিকি‍ৎসার দায়িত্ব নিলেন ঐশ্বরিয়া রাই: ছবি সংগৃহীত

 ঐশ্বরিয়া রাই: ছবি সংগৃহীত
নিউজ ডেক্স: রাহুল রাওয়াইল পরিচালিত ‘অর পেয়ার হো গায়া’ ছবির মধ্য দিয়ে ১৯৯৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছেন ঐশ্বরিয়া

অভিনয়ের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজেও অংশ নিয়ে থাকেন ঐশ্বরিয়া। এরই ধারাবাহিকতায় এবার ঠোঁট ও তালু কাটা ১০০ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। ‘স্মাইল ট্রেন’ নামক একটি সংস্থার মাধ্যমে এ কাজ করবেন ৪৪ বছর বয়সী এই তারকা।

আজ ২০ নভেম্বর ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই বচ্চনের জন্মদিন। এ উপলক্ষ্যে বাবার পক্ষ থেকে ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। কেননা দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে এ বছরের মার্চে না ফেরার দেশে চলে গেছেন অ্যাশের বাবা।

অভিনয়ের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজেও অংশ নিয়ে থাকেন ঐশ্বরিয়া। এরই ধারাবাহিকতায় এবার ঠোঁট ও তালু কাটা ১০০ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। ‘স্মাইল ট্রেন’ নামক একটি সংস্থার মাধ্যমে এ কাজ করবেন ৪৪ বছর বয়সী এই তারকা।

আজ ২০ নভেম্বর ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই বচ্চনের জন্মদিন। এ উপলক্ষ্যে বাবার পক্ষ থেকে ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। কেননা দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে এ বছরের মার্চে না ফেরার দেশে চলে গেছেন অ্যাশের বাবা।

রাই বচ্চন। অভিনয় করেছেন ‘দেবদাস’, ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রেইনকোট’ ও ‘ধুম টু’-এর মতো ছবিতে। শুধু বলিউড নয়, পাশাপাশি তাকে দেখা গেছে হলিউড, তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও।

সূত্র: বাংলানিউজ
Share:

Wednesday, May 31, 2017

প্রধামন্ত্রীকে কটূক্তি করায় ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা

ইমরান এইচ সরকার। ছবি: সংগৃহীত

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স:  সুপ্রিমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মশাল মিছিল থেকে প্রধামন্ত্রীকে 'কটূক্তির' ঘটনায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গাজীপুর মহানগর যুবলীগের এক নেতা।


বুধবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলাটি দায়ের করেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু।
মামলার অপর দুই আসামি হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।


অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ অক্টোবর অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে একই অভিযোগে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও কর্মী সনাতন উল্লাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।


প্রসঙ্গত, গত ২৬ মে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন 'কটূক্তিমূলক' স্লোগান দেয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের।


ওই স্লোগানের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ জানায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
গত সোমবার রাত ৯টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এরপর বুধবার ছাত্রলীগ ও যুবলীগ নেতারা গণজাগরণ মঞ্চের নেতাদের বিরুদ্ধে মামলা করলেন।

Share:

Thursday, April 6, 2017

যেকোন বিপদে ডায়াল করুন‘৯৯৯’


৯৯৯ ব্যানার
প্রথম আলো২৪.কম ডেক্স: উত্তরা থেকে বাসে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসরাতুল মুন্তাহা। লা মেরিডিয়ান হোটেলের সামনে দেখলেন একজন বৃদ্ধ পথচারী রাস্তা পার হচ্ছেন। হঠাৎ একটি বাস এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে বৃদ্ধ লোকটিকে সাহায্য করার কেউ ছিল না। মুন্তাহা মাথা গরম না করে কিভাবে পা ভাঙা আহত লোকটিকে সাহায্য করা যায় তা ভাবতে লাগলেন। তিনি সরকারের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সম্পর্কে জানতেন। তাই সময় নষ্ট না করে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দ্রুত হেল্প ডেস্ক প্রতিনিধির কাছে সাহায্য চাইলেন। প্রতিনিধি খিলক্ষেত ফায়ার সার্ভিসের কাছে কলটি ট্রান্সফার করে দেন। ফায়ার সার্ভিসের টিম আহত বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পৌঁছে দেয়। জানতে চাইলে মুন্তাহা বলেন, ‘দেশে এমন একটি সেবার দরকার ছিল। আর এজেন্টদের সহযোগিতায় আমি মুগ্ধ। ’

গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টা ২৯ মিনিটে ৯৯৯ হেল্প ডেস্ক নম্বরে ফোন করে সাবিউর রহমান ঢাকার টিকাটুলীর কামরুন্নেছা স্কুলের সামনে গ্যাস পাইপলাইন লিক হয়ে প্রচুর গ্যাস বের হচ্ছে জানিয়ে তাৎক্ষণিক সহযোগিতা চান। কল সেন্টার এজেন্ট নাইমুর নাইম ফোনটি কাছের ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দেন। ফায়ার সার্ভিস অফিস বিষয়টি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলে। পরে কলটি তিতাস গ্যাস কন্ট্রোল সেন্টারে ট্রান্সফার করা হয়। সেই রাতে তিতাস গ্যাসের কর্মকর্তারা সাবিউরের ঠিকানা নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্যাস লিকেজ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

জরুরি মুহূর্তে ৯৯৯-এর মাধ্যমে সেবা পেয়ে সন্তুষ্ট জানিয়ে সাবিউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশে এমন একটি সেবা পাওয়া যাবে এটা ভাবতেই অবাক লাগছিল। মাত্র আধঘণ্টার মধ্যে তিতাসের লোকজন এসে গ্যাসের লিকেজ বন্ধ করেন। এ জন্য কোনো টাকা-পয়সা খরচ হয়নি। ’ ৯৯৯-এর কল সেন্টার এজেন্ট রানী আক্তারকে গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে ফোন করে এক নারী জানান, তাঁর স্বামী তাঁকে প্রায়ই শারীরিক নির্যাতন করে। আজ কিছুক্ষণ আগে তাঁকে এবং তাঁর তিন বছরের বাচ্চাকে মারধর করে একটি ঘরে আটকে রেখেছে। তিনি পুলিশের সহায়তা চান। কল সেন্টার এজেন্ট তাঁর অভিযোগটি উত্তরা পশ্চিম থানায় ট্রান্সফার করলে কর্তব্যরত অফিসার ফোর্স পাঠাচ্ছেন বলে আশ্বস্ত করেন। ঘণ্টাখানেক পর ওই বাসা থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে। তিনি বলেন, ‘পুলিশের সহায়তায় তাৎক্ষণিক নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছি। তবে সংসারে শান্তি ফেরেনি। এখন আমি ঢাকায় আমার বাবা-মায়ের বাসায় বসবাস করছি। সন্তান ছোট থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ’

গত ১৩ মার্চ বিকেল ৩টা ৫২ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানার নাঈম ইসলাম নামের এক ব্যক্তি ৯৯৯ জরুরি সেবায় ফোন করে জানান, রাজ্জাকখালীর জুটমিলে বিশাল আকারে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ছে। কল সেন্টার এজেন্ট ঝর্না খাতুন বলেন, ‘দ্রুত সহযোগিতা চেয়ে আমরা ওই নাগরিকের কলটি ফায়ার কন্ট্রোলে ট্রান্সফার করি এবং ফায়ার কর্মকর্তা তাঁর ফোন নম্বরটি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ’

এভাবে অনেকের কাছেই সময়ে-অসময়ে বিপদের সহায় হয়ে উঠছে ৯৯৯ জরুরি সেবা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরিচালিত ৯৯৯ সেবা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছরের ১ অক্টোবর পরীক্ষামূলকভাবে চালু হওয়া ৯৯৯ কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা আছে। চলমান গবেষণার মাধ্যমে মানুষের জরুরি সময়ের সেবা নিয়ে আরো একটি উন্নত ৯৯৯ সেবার ডিজাইন করছে আইসিটি ডিভিশন।

‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে চালু হওয়া এই পাইলট প্রকল্পটি থেকে নাগরিকরা তাৎক্ষণিক প্রয়োজনে ২৪ ঘণ্টা এই নম্বরে ফোন করে সহায়তা পাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশের সঙ্গে অংশীদারির ভিত্তিতে পরিচালিত ৯৯৯ জরুরি সেবা হচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিচালিত একটি উদ্যোগ, যেখানে দেশের যে কেউ জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, পুলিশি সাহায্য, অ্যাম্বুল্যান্স সহায়তা পেতে পারে। যেকোনো মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে কল সেন্টার এজেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি বিভাগের কাছ থেকে এই সেবা পাওয়া যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র জানায়, গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ লাখ ৮৪ হাজার ৭৪৬ জন ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করেছে। এর মধ্যে সাত লাখ ৬১ হাজার ৬০৫টি জরুরি ও অন্যান্য সেবা নিয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস-সংক্রান্ত সহায়তার পরিমাণ ছিল ৩০ শতাংশ, পুলিশ সহায়তার পরিমাণ ছিল ৬৩ শতাংশ এবং অ্যাম্বুল্যান্স সহায়তার পরিমাণ ছিল ৬ শতাংশ। এ ছাড়া গ্যাস সমস্যাজনিত অভিযোগের পরিমাণ ছিল ১ শতাংশ। এরই মধ্যে ৯৯৯ জরুরি সেবার মোবাইল অ্যাপ্লিকেশন ৪৬ হাজার ৪৭৩ বার ডাউনলোড হয়েছে। চ্যাট করেছে ৯৬ হাজার ২৬৬ জন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক কালের কণ্ঠকে বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সরকারিভাবে নাগরিকদের জরুরি প্রয়োজনে ৯৯৯ সেবা চালু করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। ’

জুনাইদ আহেমদ পলক বলেন, এই সেবায় নিত্যনতুন বিষয় সংযোজন করা হচ্ছে। এমনকি এই সেবায় প্রতিবন্ধীদেরও সম্পৃক্ত করতে ৯৯৯ অ্যাপে বাংলায় ভয়েস সুবিধা চালুর পাশাপাশি চ্যাট বট চালু করা হয়েছে। সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রয়োজনীয় আইনকানুন সংশোধন এবং পৃথক নীতিমালা তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

তথ্য-প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে এই কল সেন্টারে মোট ৮৬ জনের একটি দল কাজ করছে। প্রতি শিফটে ২৫ জনের দক্ষ ইমার্জেন্সি কল টেকার কাজ করেন। তবে কলের চাপ সামাল দিতে কল সেন্টারের সম্প্রসারণ প্রয়োজন। সারা দেশের সব থানা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্সকে একটি প্রযুক্তিগত নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে ৯৯৯-এর সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এ ছাড়া ভবিষ্যতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং সিস্টেম চালু করা হবে, যাতে একসঙ্গে সব অভিযোগ তদারকি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে।

ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় জরুরি সেবা গ্রহণের হার বাড়ছে জানিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি প্রকল্পের কর্মসূচি পরিচালক মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গত চার মাসে মোট সেবার ৪৮ শতাংশই দেওয়া হয়েছে ঢাকায়। ৫২ শতাংশ সারা দেশে। ঢাকার পর সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে গাজীপুর থেকে ১১ শতাংশ, চট্টগ্রাম থেকে ৫ শতাংশ, নীলফামারী থেকে ৫ শতাংশ, সিরাজগঞ্জ থেকে ৪ শতাংশ। এ ছাড়া কুমিল্লা, টাঙ্গাইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, পটুয়াখালী, মানিকগঞ্জ, যশোর, জামালপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলা থেকে ২ শতাংশ করে অভিযোগ পাওয়া গেছে। ’

কল সেন্টারের পাশাপাশি ন্যাশনাল ইমার্জেন্সি সেবার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে কল সেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করা যাবে। এই অ্যাপে জরুরি সেবার মধ্যে আছে হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশি সহায়তা নেওয়ার ব্যবস্থা। জরুরি প্রয়োজন ছাড়াও এই অ্যাপে সরকারের বিভিন্ন সাধারণ সেবা ও জীবন-জীবিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, যা ব্যবহারকারীর বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। এই তথ্য প্রতিনিয়ত সংযোজন ও হালনাগাদ করা হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

সূত্র: কালেরকণ্ঠ

Share:

Monday, April 3, 2017

মধ্যরাতে ফেসবুক বন্ধ !

ছবি: সংগৃহীত

নিউজ ডেক্স: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে জানাতে চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ।

শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।
Share:

Tuesday, March 21, 2017

তারেক রহমানের লুট করা টাকা ফেরত এনেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলের দুর্নীতি ধরা পড়েছে। তার লুটের টাকা আমরা দেশে ফিরিয়ে এনেছি। দেশের মানুষের টাকা দেশের মানুষকে ফিরিয়ে দিয়েছি।’

মঙ্গলবার মাগুরার জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের দুর্নীতি, নির্যাতন ও ধ্বংসের চিত্র তুলে ধরেন। আন্দোলনের নামে বিএনপি’র জ্বলাও পোড়াওয়ের চিত্র তুলে ধরেন।

এছাড়াও প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন। যে নৌকায় ভোট দেওয়ায় দেশ স্বাধীন হয়েছে, আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, দেশের উন্নয়ন হয়েছে সেই নৌকায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘যারা ভোট চুরি ও দুর্নীতি  করেছিল, দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, আগুন দেয় তারা ক্ষমতায় আসলে দেশ ধ্বংসের পথে যাবে। কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

আমাদের ওয়াদা ছিল যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের বিচার করবো। এ বাংলার মাটিতেই বিচার করছি। যারা জঙ্গিবাদ করে, আমার দেশের ভাই বোনদের হত্যা করেছে তাদের স্থান বাংলার মাটিতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার আদর্শ বাস্তবায়ন করতে দেশের মানুষের সেবা করতে দেশে ফিরে আসি। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে মানুষের সেবা করবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন
Share:

তিন সংস্করণে আবারও শীর্ষে সাকিব


সাকিব আল হাসান: ছবি সংগৃহীত

প্রথম আলো২৪ ডট কম ডেক্স:
সেরা অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে মাঝে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারিয়েছিলেন টেস্টের মুকুট। তবে সে মুকুট পুনরুদ্ধার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ফলে আবারও তিন সংস্করণে শীর্ষে উঠলেন দেশসেরা এ ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলেও প্রথম টেস্টের পর শীর্ষস্থান হারান সাকিব। তবে নিজেদের শততম টেস্ট ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসে ১৩১ রানের পাশাপাশি বল হাতে নেন ৬ উইকেট।

টেস্ট ক্রিকেটে সাকিবের বর্তমান রেটিং ৪৩১ পয়েন্ট। আর দ্বিতীয় অবস্থানে থাকা অশ্বিনের পয়েন্ট ৪০৮। সাকিব ও অশ্বিনের পর তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস ও মিচেল স্টার্ক।

সূত্র: জাগোনিউজ
Share:

Saturday, March 18, 2017

ভয়ঙ্কর স্পেলে মুস্তাফিজের বাজিমাত

তৃতীয় স্পেলে ভয়ঙ্কর হয়ে উঠলেন মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের ওই স্পেলে ২৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই কাটার মাস্টার।

দিনের শুরুটা ভালো করার প্রত্যাশা নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। যদিও পরিকল্পনা অনুযায়ী শুরুটা হয়েছিল মনের মতো। শুরুতে মেহেদী হাসান মিরাজ ফেরান উপুল থারঙ্গাকে।

এর পর শুরু হয় বাংলাদেশের বোলারদের অপেক্ষা। শেষ পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় আর কোনও উইকেট তুলে নিতে পারেনি তারা। ১ উইকেটে ১৩৭ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। ফিরেই চোখে ‘সরষে ফুল’ দেখে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় কুশল মেন্ডিস কল্পনা করেননি ফিরে এসে মুস্তাফিজের বলে এভাবে আউট হতে হবে। মুস্তাফিজ অবশ্য প্রস্তুত ছিলেন শিকার ধরতে। সেটা তার ৭ ওভারের ওই স্পেলেই স্পষ্ট!

প্রথম সেশনে একটি গেলেও মুস্তাফিজ নিজের তৃতীয় স্পেলে তুলে নেন তিনটি উইকেট। তাতেই মেরদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপের।

শনিবার প্রথম স্পেলে মাত্র এক ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় স্পেলেও ৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।

তবে বদলে যান তিনি লাঞ্চ বিরতির পর। ম্যাচের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজ তুলে নেন কুশল মেন্ডিসের উইকেটটি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে উইকেট পান মুস্তাফিজ। দুই ওভার পরে আবারও আঘাত মুস্তাফিজের। এবার তার শিকার প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে ফিরে যান চান্ডিমাল ব্যক্তিগত ৫ রানে।

ওই স্পেলে মুস্তাফিজ তুলে নেন আরও এক উইকেট। সেটাও এক ওভার বিরতি দিয়ে। তার স্লোয়ার একটি বল কোনও কিছু না বুঝেই ব্যাট চালিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু শেষ রক্ষা হয়নি, বলটি জমা পড়ে মুশফিকের গ্লাভসে। আর তাতেই শূন্য রানে বিদায় নেন ডি সিলভা।

ওই ওভারের পর আরও একটি ওভার করেন মুস্তাফিজ। এরপর তার শেষ হয় তৃতীয় স্পেল। নিজের তৃতীয় স্পেলে ৭ ওভার বোলিং করে ২৪ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। তার ওই স্পেলেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

সূত্র: বাংলা ট্রিবিউন




Share:

Tuesday, February 14, 2017

কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’

একনেক সভা/ ছবি: সংগৃহীত
 ঢাকা: প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মন্ত্রী বলেন, এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন আলোচনা হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী ।

প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।
Share:

Wednesday, January 18, 2017

ওরা রাতের ‘ভয়ঙ্কর’ সুন্দরী!

ছবি প্রতীকি
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: পুলিশের ঘুম হারাম করা রাজধানীর দুর্র্ধষ ডাকাত মোকিম গাজী ও লাল গাজীর রাজত্ব অনেক আগেই শেষ হয়েছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বই দশক পর্যন্ত দুই গাজী ছাড়াও রাজধানীবাসীর মনে আতঙ্ক ছিল গ্যাং ডাকাত। ব্যবসা প্রতিষ্ঠান, জুয়েলারী, ব্যাংক থেকে শুরু করে বাসা-বাড়িতে সশস্ত্র ডাকাতি ছিল নিত্যকার ঘটনা। 

এসব অধ্যায় এখন আর নেই। তবে নতুন একটি অধ্যায় হচ্ছে সুন্দরী কলগার্ল রূপী মহিলা ডাকাত। রাজধানীর সোহরওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, বলধাগার্ডেন, শাহবাগ শিশু পার্ক, ইন্দিরা রোডের ফুটপাত, গ্রীণ রোড, কাকরাইল মোড়, মতিঝিল এলাকায় শিকার ধরার জন্য ঘুরে বেড়ায় ভাসমান সুন্দরী কলগার্ল। বিশেষ করে সন্ধ্যা হলেই রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় পুরুষ শিকার নিয়ে তারা চেপে বসে। অপরদিকে ফুটওভারব্রিজ সন্ধ্যার পর কলগার্লের দখলে চলে যায়। 

পরিবারের লোকজন নিয়ে সাধারণত কেউই সন্ধ্যার পর ফুটওভারব্রিজ পার হতে চান না। পুলিশের সূত্র জানায়, রাজধানীতে আশি ও নব্বই দশকের মতো ডাকাতির ঘটনা তেমন একটা ঘটে না। বারো থানার রাজধানী এখন ৪৯ থানায় উন্নীত হয়েছে। বেড়েছে পুলিশের সংখ্যা। পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব। তবুও থেমে নেই কৌশল ডাকাতি। রাতের সুন্দরীদের একটি বড় অংশ চিহ্নিত দুর্র্ধষ অপরাধীর হয়ে কাজ করে। বাসা-বাড়ি, দোকানপাটসহ যে কোন স্থানে টাকাসহ মালামাল লুটের ঘটনায় পুলিশের ভাষায় চারজনের বেশি জড়িত থাকলে সেটি ডাকাতি। আর চারজন হলে দস্যুতা। অপরদিকে রাস্তায় এমন ঘটনাকে ছিনতাই হিসেবে ধরা হয়। 

পুলিশের সূত্র জানায়, সুন্দরী মহিলার সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় বয়স্ক পুরুষ থাকলে দম্পতি ভাবাটা ভুল নয়। আর সুবিধাজনক ফাঁকা জায়গায় যাওয়ার পরই অপরাধীরা ঘিরে ফেলে সুন্দরীসহ পুরুষ সঙ্গীর বাহন। পুরুষটির কাছ থেকে মোবাইল ফোন, হাত ঘড়ি ও মানিব্যাগসহ মূল্যবান যা কিছু থাকে তার সবাই ছিনিয়ে নেয়।

 এ ধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে অভিনব ছিনতাই হচ্ছে। অপরদিকে ফাঁকা বাসা-বাড়িতে সুন্দরী কলগার্ল নিয়ে যাওয়ার পর ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের খাতায় ঘটনাটি ডাকাতি হিসেবে নয়। রেকর্ড করা হয় চুরি হিসেবে। কারণ গৃহকর্তা নিজেই থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তালা দেয়া বাসার দরজা ভেঙ্গে অজ্ঞাত চোররা মালামাল চুরি করেছে। 

পুলিশ জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্র দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এটিএম বুথের নৈশ প্রহরীদের সামনে টোপ হিসেবে সুন্দরী ঠেলে দেয়। যে কয়েকটি এটিএম বুথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার প্রতিটির নেপথ্যে রয়েছে সুন্দরী কলগার্লের উপস্থিতি। নৈশ প্রহরীকে অসামাজিক কাজে প্রলুব্ধ করে কলগার্ল রূপী সুন্দরী। এরপরই সংঘটিত হয় অপরাধ। ডাকাতি-ছিনতাই মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সুন্দরী কলগার্ল মানেই শুধুমাত্র কলগার্ল নয়। আড়ালে এদের অনেকেই রাতে ভয়ঙ্কর রূপে ধরা দেয়। অপরাধ চক্রের পুরুষ সদস্যরা কলগার্লের আশেপাশে ঘুরে বেড়ায়। কলগার্ল রূপী সুন্দরী এবং তাদের দলের পুরুষ সদস্যদের থেকে সাবধান না থাকলে যে কোন সময় বিপদ ঘটে যেতে পারে।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন