![]() |
তৃতীয় স্পেলে ভয়ঙ্কর হয়ে উঠলেন মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের ওই স্পেলে ২৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই কাটার মাস্টার। |
দিনের শুরুটা ভালো করার প্রত্যাশা নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। যদিও পরিকল্পনা অনুযায়ী শুরুটা হয়েছিল মনের মতো। শুরুতে মেহেদী হাসান মিরাজ ফেরান উপুল থারঙ্গাকে।
এর পর শুরু হয় বাংলাদেশের বোলারদের অপেক্ষা। শেষ পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় আর কোনও উইকেট তুলে নিতে পারেনি তারা। ১ উইকেটে ১৩৭ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। ফিরেই চোখে ‘সরষে ফুল’ দেখে স্বাগতিকরা।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় কুশল মেন্ডিস কল্পনা করেননি ফিরে এসে মুস্তাফিজের বলে এভাবে আউট হতে হবে। মুস্তাফিজ অবশ্য প্রস্তুত ছিলেন শিকার ধরতে। সেটা তার ৭ ওভারের ওই স্পেলেই স্পষ্ট!
প্রথম সেশনে একটি গেলেও মুস্তাফিজ নিজের তৃতীয় স্পেলে তুলে নেন তিনটি উইকেট। তাতেই মেরদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপের।
শনিবার প্রথম স্পেলে মাত্র এক ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় স্পেলেও ৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।
তবে বদলে যান তিনি লাঞ্চ বিরতির পর। ম্যাচের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজ তুলে নেন কুশল মেন্ডিসের উইকেটটি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে উইকেট পান মুস্তাফিজ। দুই ওভার পরে আবারও আঘাত মুস্তাফিজের। এবার তার শিকার প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে ফিরে যান চান্ডিমাল ব্যক্তিগত ৫ রানে।
ওই স্পেলে মুস্তাফিজ তুলে নেন আরও এক উইকেট। সেটাও এক ওভার বিরতি দিয়ে। তার স্লোয়ার একটি বল কোনও কিছু না বুঝেই ব্যাট চালিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু শেষ রক্ষা হয়নি, বলটি জমা পড়ে মুশফিকের গ্লাভসে। আর তাতেই শূন্য রানে বিদায় নেন ডি সিলভা।
ওই ওভারের পর আরও একটি ওভার করেন মুস্তাফিজ। এরপর তার শেষ হয় তৃতীয় স্পেল। নিজের তৃতীয় স্পেলে ৭ ওভার বোলিং করে ২৪ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। তার ওই স্পেলেই ম্যাচে ফেরে বাংলাদেশ।
সূত্র: বাংলা ট্রিবিউন
0 comments:
Post a Comment