Tuesday, March 21, 2017

তারেক রহমানের লুট করা টাকা ফেরত এনেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলের দুর্নীতি ধরা পড়েছে। তার লুটের টাকা আমরা দেশে ফিরিয়ে এনেছি। দেশের মানুষের টাকা দেশের মানুষকে ফিরিয়ে দিয়েছি।’

মঙ্গলবার মাগুরার জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের দুর্নীতি, নির্যাতন ও ধ্বংসের চিত্র তুলে ধরেন। আন্দোলনের নামে বিএনপি’র জ্বলাও পোড়াওয়ের চিত্র তুলে ধরেন।

এছাড়াও প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন। যে নৌকায় ভোট দেওয়ায় দেশ স্বাধীন হয়েছে, আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, দেশের উন্নয়ন হয়েছে সেই নৌকায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘যারা ভোট চুরি ও দুর্নীতি  করেছিল, দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, আগুন দেয় তারা ক্ষমতায় আসলে দেশ ধ্বংসের পথে যাবে। কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

আমাদের ওয়াদা ছিল যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের বিচার করবো। এ বাংলার মাটিতেই বিচার করছি। যারা জঙ্গিবাদ করে, আমার দেশের ভাই বোনদের হত্যা করেছে তাদের স্থান বাংলার মাটিতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার আদর্শ বাস্তবায়ন করতে দেশের মানুষের সেবা করতে দেশে ফিরে আসি। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে মানুষের সেবা করবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন
Share:

তিন সংস্করণে আবারও শীর্ষে সাকিব


সাকিব আল হাসান: ছবি সংগৃহীত

প্রথম আলো২৪ ডট কম ডেক্স:
সেরা অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে মাঝে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারিয়েছিলেন টেস্টের মুকুট। তবে সে মুকুট পুনরুদ্ধার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ফলে আবারও তিন সংস্করণে শীর্ষে উঠলেন দেশসেরা এ ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলেও প্রথম টেস্টের পর শীর্ষস্থান হারান সাকিব। তবে নিজেদের শততম টেস্ট ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসে ১৩১ রানের পাশাপাশি বল হাতে নেন ৬ উইকেট।

টেস্ট ক্রিকেটে সাকিবের বর্তমান রেটিং ৪৩১ পয়েন্ট। আর দ্বিতীয় অবস্থানে থাকা অশ্বিনের পয়েন্ট ৪০৮। সাকিব ও অশ্বিনের পর তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস ও মিচেল স্টার্ক।

সূত্র: জাগোনিউজ
Share:

Saturday, March 18, 2017

ভয়ঙ্কর স্পেলে মুস্তাফিজের বাজিমাত

তৃতীয় স্পেলে ভয়ঙ্কর হয়ে উঠলেন মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের ওই স্পেলে ২৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই কাটার মাস্টার।

দিনের শুরুটা ভালো করার প্রত্যাশা নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। যদিও পরিকল্পনা অনুযায়ী শুরুটা হয়েছিল মনের মতো। শুরুতে মেহেদী হাসান মিরাজ ফেরান উপুল থারঙ্গাকে।

এর পর শুরু হয় বাংলাদেশের বোলারদের অপেক্ষা। শেষ পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় আর কোনও উইকেট তুলে নিতে পারেনি তারা। ১ উইকেটে ১৩৭ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। ফিরেই চোখে ‘সরষে ফুল’ দেখে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় কুশল মেন্ডিস কল্পনা করেননি ফিরে এসে মুস্তাফিজের বলে এভাবে আউট হতে হবে। মুস্তাফিজ অবশ্য প্রস্তুত ছিলেন শিকার ধরতে। সেটা তার ৭ ওভারের ওই স্পেলেই স্পষ্ট!

প্রথম সেশনে একটি গেলেও মুস্তাফিজ নিজের তৃতীয় স্পেলে তুলে নেন তিনটি উইকেট। তাতেই মেরদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপের।

শনিবার প্রথম স্পেলে মাত্র এক ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় স্পেলেও ৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।

তবে বদলে যান তিনি লাঞ্চ বিরতির পর। ম্যাচের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজ তুলে নেন কুশল মেন্ডিসের উইকেটটি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে উইকেট পান মুস্তাফিজ। দুই ওভার পরে আবারও আঘাত মুস্তাফিজের। এবার তার শিকার প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে ফিরে যান চান্ডিমাল ব্যক্তিগত ৫ রানে।

ওই স্পেলে মুস্তাফিজ তুলে নেন আরও এক উইকেট। সেটাও এক ওভার বিরতি দিয়ে। তার স্লোয়ার একটি বল কোনও কিছু না বুঝেই ব্যাট চালিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু শেষ রক্ষা হয়নি, বলটি জমা পড়ে মুশফিকের গ্লাভসে। আর তাতেই শূন্য রানে বিদায় নেন ডি সিলভা।

ওই ওভারের পর আরও একটি ওভার করেন মুস্তাফিজ। এরপর তার শেষ হয় তৃতীয় স্পেল। নিজের তৃতীয় স্পেলে ৭ ওভার বোলিং করে ২৪ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। তার ওই স্পেলেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

সূত্র: বাংলা ট্রিবিউন




Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন