![]() |
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
শুক্রবার (১ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ নির্মিত ‘রণধ্বনি’ নামে গানের সিডি উদ্বোধন করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি বলেন, মাসের পর মাস খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা বহুবার সরকারের কাছে আবেদন জানিয়েছি যে আলেচনা করুন, কথা বলুন, এর পরিসমাপ্তি ঘটান। কিন্তু তারা কর্ণপাতই করে না। তারা সব সময় বলে, সংবিধান অনুযায়ী সবকিছু হবে। আরে, এই সংবিধান তো আপনারা কেটেকুটে শেষ করে দিয়েছেন। আপনাদের সুবিধামতো আপনারা সংবিধান সাজিয়ে নিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, এক নায়ক আইয়ুব খানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এরশাদের বিরুদ্ধে ৯ বছর লড়াই করেছি। কিন্তু এতো খারাপ সময় আমরা কখনও পার করিনি। পাকিস্তানের সঙ্গে ৯ মাস যুদ্ধের সময় ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু তার আগে পাকিস্তানিরা এভাবে মানুষ হত্যা করেনি, আজ আওয়ামী লীগ যেভাবে করছে।
তিনি বলেন, গ্রামে যান-সাধারণ মানুষের কাছে যান। তারা কী ভাবছে কী চিন্তা করছে সেটা শুনুন। তবে সেটা বোঝার মতো অবস্থা এখন সরকারের আর নেই। তারা এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে জনগণের আশা-আকাঙ্খা বোঝার ক্ষমতা তাদের নেই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বক্তৃতা দেওয়ার দিন শেষ। এখন আমাদের কাজে নামতে হবে, দেশ রক্ষার কাজে। খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতীক, তাকে এইভাবে গায়ের জোরে কারাগারে আটক রাখার অর্থই হচ্ছে দেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করা, স্বাধীনতাকে বিপন্ন করা, জনগণের অধিকার ধ্বংস করা এবং একক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুনসি বজলুল বাসিত আনজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment