Tuesday, January 19, 2016

মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে সব নাম্বার ও ছবি উদ্ধার করবেন।




প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স:  তথ্য প্রযুক্তির এই যুগে আমরা নিত্য নতুন ব্যান্ডের ও মডেলের মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে আমাদের শখের মোবাইল ফোনটি হারিযে যায় বা চুরি ছিনতাই হয়ে যায়। তাই আজকের আমাদের আলোচনার জন্য দুটি বিষয় নির্ধারণ করেছি। প্রথমত হারিয়ে যাওয়া মোবাইলের নাম্বার কিভাবে ফিরে পাবেন, দ্বিতীয়ত হারিয়ে যাওয়া মোবাইলে তোলা ছবিগুলো কিভাবে ফিরে পাবেন।

মোবাইল কিংবা সিম হারিয়ে গেলে বা নস্ট হলে কিভাবে আপনার পুরাতন নাম্বার গুলো পুনরুদ্ধার করবেন। প্রথমেই আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে বা মেইল স্টোরে একটি জিমেইল এ্যাকাউন্ট সেট করুন, তারপর যখন আপনার মোবাইলে কোন নাম্বার সেভ করবেন তখন সিম কিংবা ফোনের পরিবর্তে জিমেইলে সেভ করুন।


আপনি যদি জিমেইল এ নাম্বার সেভ করেন তাহলে সিম কিংবা মোবাইল হারিয়ে গেলে বা নস্ট হলেও নতুন ফোনে যখন এই জিমেইল এ্যাকাউনটি সেট করবেন তখন আগের নাম্বার গুলো অটোমেটিক ভাবে চলে আসবে।


এবারে আসি দ্বিতীয় বিষয় নিয়ে, মোবাইলে তোলা ছবিগুলো কিভাবে ফিরে পাবেন: আপনার একেকটি ছবি একেকটি পুরাতন সৃতি। অনেকেই এই পুরাতন ছবিগুলো হারিয়ে আফসোস করতে থাকেন। তাই আমোদের এই টিপস টি আশা করি বিফলে যাবে না। আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ড্রফবক্স ডাউনলোড করে নিন। আপনার জিমেইল এ্যাকাউন্টটি দিয়ে  পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন করে নিন। সফলভাবে রেজিস্ট্রেশনের পর আপনি ড্রফবক্সের ভিতরে ছবিগুলো আপনার ফোনের গ্যালারি থেকে আপলোড করুন কোন সময় আপনার মোবাইল নস্ট হলেও খুব সহজেই আপনি ড্রফবক্স থেকে আপনার জিমেইল এ্যাকাউন্ট লগইন করে ছবিগুলো পুরুদ্ধার করতে পারবেন।

সংবাদটি আপনার ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন