Sunday, January 24, 2016

বাংলানিউজের থিম সংয়ের মিউজিক ভিডিও প্রকাশ

দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর থিম সংয়ের মিউজিক ভিডিও প্রকাশ হলো। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের ইউটিউব চ্যানেলে এটি এসেছে। দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী কনা ও ইমরান। সুর ও সংগীত পরিচালনায় ইমরান।



ভিডিওটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বললেন, 'বাংলানিউজের বিভিন্ন বিভাগের কর্মীদের দায়িত্ব পালনের মুহূর্ত, প্রকৃতি, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এটি। বাংলানিউজ প্রান্তির জনগোষ্ঠীর কথাও বলে, তাই রাখা হয়েছে তাদের জীবনযাপনের কিছু চিত্র। অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে কৌতূহল আছে অনেকের। এ ভিডিও তাদের কৌতূহল কিছুটা হলেও মেটাবে বলে আমাদের আশা।'

গানটি তৈরি প্রসঙ্গে ইমরান বলেছেন, ‘সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং পরিবেশবান্ধব চিত্র ফুটে উঠেছে এখানে। কাজটা আনন্দ নিয়ে করেছি। বাংলানিউজ আমাকে এ দায়িত্ব দেওয়ায় খুব ভালো লেগেছে। শ্রোতারা পছন্দ করলে খুশি হবো।’

তার সঙ্গে সুর মিলিয়ে কনা বলেন, ‘বাংলানিউজ আমারও ভালো লাগে। এ সংবাদমাধ্যমের থিম সং গাওয়ার প্রস্তাব পেয়ে সানন্দে কাজটা করেছি। সাংবাদিকতাকে মুখ্য করেই সাজানো হয়েছে এই গান আর ভিডিও। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে মনে হচ্ছে।'

এ গানের কথা এমন- ‘স্বপ্ন দেখি, সত্যি লেখি, খবরে-ছবিতে মেলে দেই আকাশ/আমাদের সঙ্গী হোন আপনিও, সংবাদ আর বিনোদনে বারো মাস, বাংলানিউজটোয়েন্টিফোর/সকাল দুপুর রাত থেকে ভোর/আছে জেগে টোয়েন্টিফোর/বাংলানিউজটোয়েন্টিফোর...’। গানটি লিখেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর স্পেশাল করেসপন্ডেন্ট (হেড অব এন্টারটেইনমেন্ট) জনি হক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেনের পরিকল্পনা ও বিনোদন বিভাগের তত্ত্বাবধানে তৈরি হয়েছে গানটি। সম্প্রতি পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঠকদের মধ্যে এই নিউজ পোর্টালের পরিচিতি আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে থিম সংটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
 ভিডিওটি দেখতে ক্লিক করুন

Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন