Sunday, January 24, 2016

যুক্তরাষ্ট্রে চাকরি দিবে পিপল এন টেক

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত আইটি প্রশিক্ষণ স্কুল, ঢাকায় ‘পিপল এন টেক’ক্যাম্পাসে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠাটি। প্রতিষ্ঠানটি আইটিতে ১০ হাজার বাংলাদেশিকে প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে চাকরির সুবিধা দিবে।


‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ জানান, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবীরা যাতে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন সেই লক্ষ্য নিয়েই ঢাকায় এই প্রতিষ্ঠানটি কাজ করছে।

ফ্রি স্কলারশিপের এ উদ্যোগের প্রথম ধাপে ৫০ জন প্রার্থীকে বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত করা হবে। তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ, ওরাকল ডিবিএ ও মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য প্রার্থীকে থাকতে হবে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক দক্ষতা (এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং)। আগ্রহীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এক কপি ছবিসহ প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

আবু বকর হানিপ বলেন, ‘ব্রেন ড্রেইন’ নামে এই নিন্দিত শব্দটিকে ‘ব্রেইন এগেইন’ নন্দিত শব্দে রুপান্তরিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আশা করছি, একটি সুন্দর, সুশিক্ষিত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশে-প্রবাসে প্রতিষ্ঠিত অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এগিয়ে আসবেন।

তিনি বলেন, যে সব বাংলাদেশি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক, তারা বাংলাদেশ থেকে পিপল এন টেক পরিচালিত আইটি কোর্সগুলো করে যেতে পারেন। এতে যুক্তরাষ্ট্রে খুব সহজে মর্যাদাপূর্ণ চাকরি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, যাদের কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি এবং আইটি পেশায় তিন-চার বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাও পিপল এন টেক’র সার্বিক সহায়তায় যুক্তরাষ্ট্রে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন।

পিপল এন টেক ঢাকা ক্যাম্পাসে কিউটিপি, সেলেনিয়াম ও পারফরম্যান্স টেস্টিং এর পরবর্তী কোর্স শুরু হবে আগামী ৭ নভেম্বর থেকে।

এছাড়াও, বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় ১৫১/৭ গ্রিন রোডের গুডলাক সেন্টারের সাত তলায় পিপল এন টেক’র অফিসে যোগাযোগ করা যাবে।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন