
সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালোবাসে।
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে।…..
বিশিষ্ট সংগীত শিল্পী এন্ডু কিশোরের সেই বিখ্যাত গানটির মতোই সবার জীবনেই একবারের জন্য হলেও প্রেম উকি দিয়ে যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেকেই সেই প্রথম প্রেমটি শেষ পর্ন্ত টিকিয়ে রাখতে পারে না বা পরিবারের চাপে প্রথম প্রেমটি ভুলে যেতে হয়।

ভুলে যাওয়ার ১০টি উপায়ঃ
১. আপনার বন্ধু বা পরিচিত কাউকে প্রেম বিষয়ে সাহায্য করবেন না, এতে আপনার পুরোনো প্রেমের অনুভূতি গুলো জেগে ওঠতে পারে।
২. সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
৩. সর্দা আপনার ভবিষ্যত ক্যারিয়ার গঠনের চিন্তা করুন।
৪. বন্ধুদের সাথে প্রেম বিষয়ক কোন গল্প করবেন না।
৫. সর্দা নতুন কিছু করার চেষ্টা করুন।
৬. ধমীয় কাজে মনোনিবেশ করুন।
৭. পুরাতন প্রেমের স্মৃতিজড়িত সরঞ্জাম বা উপহারগুলো নষ্ট করে ফেলুন অথবা দুরে সরিয়ে রাখুন
৮. আত্মীয়ের স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন। এতে কিছুটা মানসিক প্রশান্তি পাবেন।
৯. অন্যান্য বন্ধুদের সাথে বেশি বেশি সময় কাটান।
১০. খেলা ধুলায় নিজেকে মনোনিবেশ করুন।
0 comments:
Post a Comment