Wednesday, January 27, 2016

সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে যে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন এখন থেকেই সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে আগামী ২০২০ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালনের আগেই বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ  অক্লান্ত পরিশ্রম করবে বলে তিনি জানান।

গত ২৪ জানুয়ারী ২০১৬ ঢাকা মহানগর উওর ছাত্রলী আয়োজিত ৬৮ তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন ৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২’র শিক্ষা আন্দোলন ৬৬'র ৬ দফা ৬৯'র গণ অভুথ্যান, ৭১'র মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অপরিসীম ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতা ২০১৪ইং ৫ জানুয়ারি ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে থেকে গণতন্ত্রের বিজয় এনেছিলেন।  ছাত্রলীগের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের শেষ নেই।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উওর ছাত্রলীগ সভাপতি সৈয়দ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, ছাত্রলীগের  সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।


Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন